গরুকে উৎসর্গ করে 'গোপস্থামী' উৎসবের পর এক অজানা কারণে মৃত্যু হল ৭৮টি গরুর!
Odd বাংলা ডেস্ক: চুড়ু জেলায় সরকারি সহায়তায় বেসরকারিভাবে পরিচালিত গবাদি পশু আশ্রয়কেন্দ্রে গত ২৪ ঘণ্টায় মোট ৭৮টি গরুর মৃত্যু হয়েছে বলে খবর। তবে সন্দেহ করা হচ্ছে খাদ্যে বিষক্রিয়াজনিত কারণে মারা গিয়েছে গরুগুলি।
শুক্রবার রাত থেকে এখনও পর্যন্ত ৭৮টি গরু মারা গেছে, আরও কয়েকটি গরু গুরুতর অসুস্থ রয়েছে বলে জানিয়েছেন অ্যানিমেল হাসবেন্ডারি ডিপার্টমেন্ট-এর এক কর্মকর্তা। তিনি আরও বলেন, খাবারে বিষক্রিয়ার জেরেই গরুগুলির মৃত্যু হয়েছে। আরও জানা গিয়েছে, পশুর মৃত্যুর কারণ জানার জন্য ইতিমধ্যেই পশুগুলির নমুনা সংগ্রহ করা হয়েছে। রাজস্থানে 'গোপস্থামী' উৎসবের একদিন পরেই এই বিরাট সংখ্যক গরুর মৃত্যুর ঘটনা ঘটেছে। গোপস্থামী অনুষ্ঠানটি গরু এবং শ্রীকৃষ্ণকে উৎসর্গ করে করা হয়।
Post a Comment