আর ক্ষমা নয়, ধর্ষককে করা হবে নপুংসক, নয়া আইন আনতে চলেছে পাকিস্তান


Odd বাংলা ডেস্ক: একের পর এক ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় ধর্ষককে কঠিন শাস্তি দেওয়ার উদ্যোগ নিয়েছে পাকিস্তান। নতুন আইনে ধর্ষণের শাস্তি হিসেবে ধর্ষককে রাসায়নিক প্রয়োগে নপুংসক, ও ফাঁসির বিধান রাখা হয়েছে বলে খবর। সেই সঙ্গে ধর্ষণের সংজ্ঞায়েও পরিবর্তন আনা হয়েছে।

২৪ নভেম্বর এমনই দুটি অর্ডিন্যান্স অনুমোদন করেছে পাকিস্তানের মন্ত্রিসভা। যাতে করে শীঘ্রই এই আইন কার্যকর হবে। পাকিস্তানের সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়েছে এমনই তথ্য। ক্যাবিনেটর এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ইমরান খান। বৈঠকে ধর্ষণবিরোধী অর্ডিন্যান্স ২০২০ অনুমোদন হয়। ধর্ষণের শিকার নারী বিতর্কিত 'টু ফিঙ্গার টেস্ট' বাতিলের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে নতুন এ অর্ডিন্যান্সে। 

পাকিস্তানের তথ্যমন্ত্রী শিবলি ফারাজ এ বিষয়ে বলেন, ফেডারেল ক্যবিনেট ধর্ষণবিরোধী দুটি অর্ডিন্যান্স অনুমোদন করেছে। ধর্ষণের সংজ্ঞায় পরিবর্তন আনা হয়েছে এবং ধর্ষণের সাজা আরও কঠিন করা হয়েছে। গণধর্ষণের সাজা করা হয়েছে মৃত্যুদণ্ড। এই অর্ডিন্যান্স আগামী এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত হবে বলে জানান তিনি।

আরও জানা গিয়েছে, ইমরান খান সরকার অ্যান্টি রেপ (তদন্ত ও বিচার) অর্ডিন্যান্স ২০২০ এবং পেনাল কোড অর্ডিন্যান্স ২০২০ অনুমোদন করেছে। রাকিস্তানের ইতিহাসে এটি প্রথম; যেখানে হিজড়া ও গণধর্ষণের সংজ্ঞা অন্তর্ভুক্ত করা হয়েছে। পাকিস্তানের মানবাধিকারবিষয়ক মন্ত্রী শিরীন মাজারি এক টুইটে বলেছেন, এই দুটি অর্ডিন্যান্স কেবিনেট কমিটি নানা দিক বিচার বিশ্লেষণ করে চূড়ান্ত করবে। কয়েক দিনের মধ্যেই অর্ডিন্যান্স দুটি কার্যকর হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.