আজ দ্বিতীয় দফায় বিহার নির্বাচন, গণতন্ত্রের এই উৎসবকে সাফল্যমণ্ডিত করার ডাক দিলেন প্রধানমন্ত্রী
Odd বাংলা ডেস্ক: আজ বিহারে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন। করোনা পরিস্থিতিতে বিধি মেনেই ভারতের বিভিন্ন জায়গায় উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আর এই গণতন্ত্রের উৎসবকে আরও শক্তিশালী করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আজ সকালে টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, ভারতের বিভিন্ন জায়গায় আজ উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই সমস্ত আসনে যাঁরা ভোটদাতা রয়েছেন, তাঁদের সবার কাছে তিনি আর্জি জানান যে, সকলে অধিক সংখ্যায় ভোটদান করুন এবং এবং গণতন্ত্রের এই উৎসবকে আরও শক্তিশালী করে তুলুন।
অন্য একটি টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, বিহারে আজ দ্বিতীয় দফার নির্বাচন। তাই সমস্ত ভোটারকে অধিক সংখ্যায় ভোটদান করা আর্জি জানিয়েছেন এবং সামাজিক দূরত্ববিধি বজায় রেখে, মাস্ক পরার কথাও মনে করিয়ে দিয়েছেন আরও একবার।
প্রসঙ্গত, আজ বিহারের বিধানসভা নির্বাচন ছাড়াও উত্তরপ্রদেশ, গুজরাত, হরিয়ানা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, কর্ণাটক, নাগাল্যান্ড, ওড়িশা এবং তেলেঙ্গানাতে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজ সকালে ভোট দিয়েছেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী, রাজ্যপাল ফাগু চৌহান। ভোট দিয়েছেন এসজেপি প্রধান চিরাগ পাসওয়ান এবং এক নীতিশমুক্ত বিহার গড়ে তোলার দাবি জানিয়েছেন তিনি।
Post a Comment