তৈরি হয়ে গিয়েছে অক্সফোর্ডের কোভিড ভ্যাকসিনের ৪ কোটি ডোজ, অনুমতি মিললেই পাওয়া যাবে

Odd বাংলা ডেস্ক: Astrazeneca কোভিড-১৯-এর টিকার ৪কোটি ডোজ তৈরি হয়েছে গিয়েছে- এমনটাই দাবি করল বিশ্বের বৃহত্তম টিকা প্রস্তুতকারক সংস্থা সেরাম ইনন্সটিটিউট অব ইন্ডিয়া। পাশাপাশি খুব তাড়াতাড়ি তারা নোভাভাক্সের রাইভাল শটও তৈরি করবে বলে জানিয়েছে। আর টিকা হাতে পাওয়াটা এখন কেবল সময়ের অপেক্ষা। 

প্রসঙ্গত, এখনও পর্যন্ত একটিও করোনার টিকা অনুমোদন পায়নি এবং টিকাগুলি সুরক্ষিত এবং কার্যকর বলেও ঘোষণা করা হয়নি। তবে সেরাম ইন্টটিউটের তৈরি করা করোনার টিকা (৪ কোটি) সারা বিশ্বের জন্য নাকি কেবল ভারতের জন্য তা স্পষ্ট করে কিছুই বলা হয়নি। 

সেরাম ইন্সটিটিউটের তরফে আরও দাবি করা হয়েছে যে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি করা অ্যাস্ত্রোজেনেকা টিকা ভারতে সবচেয়ে উন্নতমানের মানব ট্রায়াল করা হয়েছে। ভারতে যাতে খুব শিগগিরই এটি ব্যবহারের জন্য অনুমোদন পাওয়া যায়, সে জন্য এই কোম্পানি ও ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ চেষ্টা চালাবে বলেও জানিয়েছে তাঁরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.