এই দেশে চলছে বিশ্বের কঠোরতম লকডাউন, পোষ্যদেরও বাইরে বেরনো নিষিদ্ধ
Odd বাংলা ডেস্ক: বৃহস্পতিবার থেকে দক্ষিণ অস্ট্রেলিয়ার বিশ্বের কঠোরতম লকডাউন শুরু হয়েছে। যার ফলে বাইরে বেরিয়ে এক্সসারসাইজ করা, পোষ্যকে বাইরে হাঁটতে নিয়ে যাওয়া সবকিছুই কঠোরভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। করোনার সংক্রমণ প্রতিরোধ করতেই এমন কঠোর লকডাউনের পথে নেমেছে দক্ষিণ অস্ট্রেলিয়া। আগামী ৬ দিনের জন্য একটি পরিবারের একজন ব্যক্তি ছাড়া আর কাউকেই বাড়ি থেকে বেরনোর অনুমতি দেওয়া হচ্ছে না।
সেইসঙ্গে স্কুল, বিশ্ববিদ্যালয়, কাফে, রেস্তোরাঁ, বিয়ের অনুষ্ঠান শ্রাদ্ধ-শান্তি সমস্ত কিছু বন্ধ থাকবে বলে ঘোষণা করা হয়েছে। দক্ষিণ অস্ট্রেলিয়ার প্রশাসনিক এক কর্তা স্টিভেন মার্শাল জানিয়েছেন, 'আমরা কঠোরভাবে এই পথে যেতে চাই, তাড়াতাড়ি যেতে চাই, এবং যত তাড়াতাড়ি সম্ভব এ থেকে বেরিয়ে আসতে চাই। ' তবে সংক্রমণ নিয়ে চিন্তার কারণ হচ্ছে, অধিকাংশ আক্রান্তই কোনও উপসর্গবিহীন। পাশাপাশি এক ধাক্কায় ২৩ জন আক্রান্ত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে প্রশাসন। রাতারাতি ৩ হাজারেরেও বেশি মানুষকে পাঠানো হয়েছে কোয়ারেন্টাইনে।
হার্ড লকডাউন যে কার্যকর হতে পারে তার সবচেয়ে বড় প্রমাণ হল ভিক্টোরিয়া। সেরাজ্যে গত অগাস্ট মাসে যেখানে দৈনন্দির ৭০০ মানুষ করোনায় আক্রান্ত হচ্ছিলেন সেখানে কঠোর লকডাউনের জেরে গত ২০ দিনে নতুন করে একজনও করোনা আক্রান্তের হদিশ পাওয়া যায়নি।
Post a Comment