ভারতে এল রাশিয়ার করোনা টিকা 'স্পুটনিক ভি', শীঘ্রই শুরু হবে ক্লিনিক্যাল ট্রায়াল


Odd বাংলা ডেস্ক: স্বস্তির খবর। অবশেষ ভারতে পৌঁছে গেল রাশিয়ার করোনার ভ্যাকসিন স্পুটনিক ভি। জানা গিয়েছে ভারতের সংস্থা Dr. Reddy's-এর সঙ্গে যৌথ উদ্যোগে শীঘ্রই শুরু হবে ক্লিনিক্যাল ট্রায়াল। প্রসঙ্গত, এর আগেই অবশ্য এই সংস্থার সঙ্গে চুক্তি হয়েছিল। 

রাশিয়ার তরফে দাবি করা হয়েছে ৯২ শতাংশ করোনা ভাইরাস প্রতিরোধ করতে সক্ষম এই স্পুটনিক ভি। ইতিমধ্যেই সারা বিশ্বের মধ্যে প্রথম করোনার টিকা বাজারে নিয়ে এসে হইচই ফেলে দিয়েছে রাশিয়া। খোদ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কন্যাও এই ভ্যাকসিন নিয়েছেন বলে জানা গিয়েছিল। তাছাড়া রাশিয়ায় স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসাকর্মীদেরও এই টিকা প্রদান করা হয়েছে বলে খবর। 

প্রসঙ্গত, ভারতে ইতিমধ্যেই একাধিক করোনা ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও টিকাই হাতে এসে পৌঁছায়নি। তবে বিশ্বের অন্যতম বৃহৎ ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা সেরাম ইন্সটিটিউটের তরফে দাবি করা হয়েছে আগামী বছরের গোড়াতেই ভ্যাকসিন পৌঁছে যাবে মানুষের হাতে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.