করোনা সংক্রমণ প্রতিরোধে জীবাণুনাসক স্প্রে ব্যবহার বন্ধ করতে বলল সুপ্রিম কোর্ট


Odd বাংলা ডেস্ক: করোনার সংক্রমণে লাগাম টানতে জীবাণুনাশক স্প্রে কিংবা স্যানিটাইজার টানেল ব্যবস্থা বন্ধের জন্য বৃহস্পতিবার কেন্দ্রকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, স্বাস্থ্য সম্পর্কিত যাবতীয় বিপদের কথা চিন্তা করেই অতি বেগুনী রশ্মির মাধ্যমে জীবাণুনাশক পদ্ধতি বন্ধের কথা জানিয়েছে শীর্ষ আলাদাত। আর এই নির্দেশ কার্যকর করার জন্য সরকারকে এক মাস সময় দেওয়া হয়েছে। 

প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫০ হাজারের বেশি। যার ফলে দেশের মোট করোনা আক্রান্তরে সংখ্যা বেড়ে গিয়েছে হয়েছে ৮০ লক্ষ ৩০ হাজারে। দেশের মধ্যে দিল্লিতে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। রোজ রেকর্ড গড়ছে আক্রান্তের সংখ্যা।

তবে তুলনামুলকভাবে বাংলায় কিছুটা হলেও কমেছে করোনার সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় এরাজ্যে করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪ হাজার ১২৯ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৪৬ হাজার ২৬২ জন। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.