এবছর সময়ের আগেই পড়বে জাঁকিয়ে শীত, বলছে হাওয়া অফিস


Odd বাংলা ডেস্ক: এসে গিয়েছে বছরের সেই সময়, যখন প্রকৃতিকে খানিকটা হলেও মনের মতো করে উপভোগ করা যায়। তবে এবার কিন্তু শীতের আগমন ঘটছে বেশ তাড়াতাড়ি। বলা চলে গত ৫৮ বছরে এমনটা হয়নি। মঙ্গলবার ভোরেই কুয়াশার চাদরে ঢেকে গিয়ে শহর এবং শহরতলির অঞ্চলগুলি। 

অন্যদিকে রাজধানীর তাপমাত্রা জানান দিচ্ছে এবার শীত পড়বে জাঁকিয়ে। অক্টোবরের শেষ থেকেই কিন্তু এক ধাক্কায় কমতে শুরু করেছে তাপমাত্রা। শিরশিরানি ঠান্ডা অনুভূত হচ্ছে ভালই। শীতের পোশাক বের করার তোরজোর শুরু হয়ে গিয়েছে।

হাওয়া অফিস জানাচ্ছে অন্যন্য বছর এই সময় এতটা ঠান্ডা পড়ে না। গত ৫৮ বছর পর এমন ঘটনা ঘটল বলেও জানা যাচ্ছে। এ যেন এক অকাল শীত। দিল্লিতে নভেম্বরের শুরুতেই তাপমাত্রা ১৭ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে। কোনও কোনও ফাঁকা নির্জন এলাকায় তাপমাত্রা পৌঁছে গিয়েছে ১৫ ডিগ্রিতে। জম্মু-কাশ্মীর, শ্রীনগরে তাপমাত্রা শূন্য। লুধিয়ানা, পাঞ্জাব পুনে ও দেরাদুনের তাপমাত্রা ১৪.৩ ডিগ্রী। আর একেই 'লা নিনা' অবস্থা বলছে আবহাওয়া দফতর। আর এই লা নিনার কারণেই চলতি বছর আরও বেশি শীত আশা করা যেতে পুারে বলেই জানাচ্ছেন আবহবিদরা। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.