২০৩০ সাল থেকে এই দেশে সম্পূর্ণভাবে নিষিদ্ধ হতে চলেছে পেট্রল ও ডিজেল-চালিত গাড়ি!


Odd বাংলা ডেস্ক: ২০৩০ সাল থেকে ব্রিটেনে নিষিদ্ধ করে দেওয়া হবে পেট্রল এবং ডিজেল-চালিত গাড়ি। ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন-এর মন্ত্রীসভার তরফে এই সিদ্ধান্তে উপনীত হওয়া গিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম সূত্রে খবর, আর দশ বছর পর থেকেই ব্রিটেনে পেট্রল এবং ডিজেল-চালিত গাড়ির কেনা-বেচা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার পথে এগোচ্ছে সরকার। 

প্রসঙ্গত, পরিবেশ দূষণে লাগাম টানতে ব্রিটিশ সরকারের তরফে যে ১০ দফা গ্রিন প্যান ঘোষণা করা হয়েছে, তারই অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল আদামী ১০ বছর পর থেকে জৈব জ্বালানি-চালিত গাড়ি নিষিদ্ধকরণ। 

তবে কেবল পেট্রোল ও ডিজেল চালিত গাড়ি বর্জন নয়, গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ কমানোর লক্ষ্যেও সরকারের 'সবুজ পরিকল্পনা'র বিকল্প শক্তির ব্যবস্থার জন্য নানা পদক্ষেপের কথা রয়েছে। পরমাণু, সৌর এবং বায়ুশক্তির ব্যবহার বাড়িয়ে জৈব জ্বালানির উপর নির্ভরতা কমানোর কথা বলা রয়েছে এই পরিকল্পনায়। সরকারের তরফে দাবি করা হয়েছে এতে করে দেশে আড়াই লক্ষ কর্মসংস্থান তৈরি করা যাবে। এই প্রকল্পে খরচ হবে ১২০০ কোটি ইউরো ভারতীয় মুদ্রায় যা প্রায় ১ লক্ষ ৫ হাজার ৭৯০ কোটি টাকা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.