সারা বিশ্বের করোনাভাইরাসকে যদি একত্র করা যায়, তাহলে তারা কতটা জায়গা নিয়ে থাকবে?
Odd বাংলা ডেস্ক: পরিসংখ্যান বলছে ইতিমধ্যেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সারা বিশ্বের প্রায় ৫৪ মিলিয়ন মানুষ। আর করোনার কবলে প্রাণ হারিয়েছেন ১.৩২ মিলিয়ন মানুষ। এখন প্রশ্ন জাগতে পারে, করোনায় আক্রান্ত এং নিহতের সংখ্যা যদি এত হয়, তাহলে সারা বিশ্বের বাতাসে ঠিক কত পরিমাণে করোনা ভাইরাস ঘুরে বেরাচ্ছে! আর এই সমস্ত ভাইরাসকে যদি এক জায়গায় জড়ো করা হয়, তাহলে তারা ঠিক কতখানি জায়গা জুড়ে থাকবে?
আর এই প্রশ্নের উত্তর দিয়েছেন অস্ট্রেলিয়ার গণিতজ্ঞ ম্যাট পার্কার। তিনি সম্প্রতি একটি পরিসংখ্যান তুলে ধরেছেন, যেখানে তিনি দেখিয়েছেন যে, তামাম বিশ্বে করোনার মহামারি যেভাবে ত্রাসের সৃষ্টি করেছে, তাতে করে এদের সকলকে একজায়গায় জড়ো করলে তা এঁটে যেতে পারে একটি শট গ্লাসে! অনেকসময়ে ওষুধ, বা এক ঢোকে মদ খাওয়ার জন্য এই শট গ্লাস ব্যবহার করা হয়ে থাকে।
কীভাবে এই সিদ্ধান্তে উপনীত হলেন ওই গণিতজ্ঞ? জানা গিয়েছে ম্যাট পার্কার সর্বপ্রথম অনুমানের ভিত্তিতে বিশ্বে মোট কত মানুষ করোনা ভাইরাসের আক্রান্ত হয়েছেন সেই তথ্য সংগ্রহ করেছিলেন। তাঁর অনুমান অনুসারে কোনও ব্যক্তি ১৪ দিন ধরে সংক্রামিত দশায় থাকতে পারেন এবং সেই হিসেব মতো দিন পিছু ৩০০ হাজার করে মানুষ করোনা সংক্রামিত হচ্ছেন।
এর পর দ্য ল্যানসেট পত্রিকায় পরিবেশিত তথ্যের ভিত্তিতে তিনি অঙ্ক কষে দেখেন যে, আপাতত মানুষের শরীরে ৩.৩ বিলিয়ন কোভিড ১৯ ভাইরাসের অস্তিত্ব রয়েছে! বিষয়টা অবাক করা, তাই না? এই পরিস্থিতিতে যে বিষয়টি মাথায় রাখা বাঞ্ছনীয় তা হল, চারপাশের সবকিছু পূর্বের অবস্থায় ফিরে গেলেও, করোনা কিন্তু চলে যায়নি।
Post a Comment