কলকাতায় Uber নিয়ে এল টোটো পরিষেবা, কোথায় পাবেন জেনে নিন


Odd বাংলা ডেস্ক: এবার শহরে ই-রিক্সা চালু করতে চলেছে উবের। বিশ্বের অন্যতম জনপ্রিয় পরিবহন সংস্থা উবের-এর তরফে জানানো হয়েছে, কলকাতা এবং তার পার্শ্ববর্তী বেশকিছু অঞ্চলে আপাতত ৫০০টি ই-রিক্সা পরিষেবা চালু করা হয়েছে। 

নিঃসন্দেহে এই করোনা পরিস্থিতিতে উবেরের তরফে যাত্রী স্বাচ্ছন্দ্যের বিষয়টায় সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রসঙ্গত, এই শহরের সমস্ত অঞ্চল থেকই কিন্তু চাইলেই বুক করা যায় না অ্যাপ ক্যাব, আবার অন্যান্য গাড়ির পরিষেবা নিয়েও কম-বেশি সমস্যার মুখে পড়তে হয় নিত্য যাত্রীদের। আর এই পরিস্থিতিতে যেখানে একদিকে করোনার আশঙ্কা রয়েছে, তেমনই ধীরে ধীরে খুলে গিয়েছে অধিকাংশ অফিস-কাছারি। আগামী দিনে খুল যাবে স্কুল কলেজও, যার ফলে ৫০০টি ই-রিক্সা বাজারে নামানোর বিষয়টি বিশেষ গুরুত্বপূর্ণ। 

উবেরের তরফে জানানো হয়েছে, শহর কলকাতায় আপাতত বারাসত, মধ্যমগ্রাম, রাজারহাট, সল্টলেক-এ এই উবের ই-রিক্সা পরিষেবা পাওয়া যাবে। পাশাপাশি হাওড়া জেলার কিছু নির্দিষ্ট এলাকায় পাওয়া যাবে এই পরিষেবা। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.