'রাম যেমন রাবণকে বধ করে সীতাকে উদ্ধার করেছিলেন, তেমন করেই করোনাকে দমন করবে ব্রিটেন': বরিস জনসন


Odd বাংলা ডেস্ক: আলোর উৎসব দীপাবলির উজ্জ্বলতা কেবল এদেশেই নয়, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও যথেষ্ট জনপ্রিয়। ব্রিটেনে 'আই গ্লোবাল দিওয়ালি ফেস্ট ২০২০'-র উদ্বোধনে দিওয়ালির উৎসবের সঙ্গে করোনাভাইরাসের বিরুদ্ধে ব্রিটিশ সরকারের লড়াইকে একই সারিতে রেখে বার্তা দিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। 

প্রধানমন্ত্রী বরিস জনসন শুক্রবার লন্ডনের ১০ নম্বর ডাউনিং স্ট্রিট-এ তাঁর সরকারী বাসভবন থেকে লন্ডনবাসীর উদ্দেশে ভাষণ দিতে গিয়ে বলেন, 'এনিয়ে কোনও সন্দেহ নেই যে, সামনে বিরাট চ্যালেঞ্জ রয়েছে, সারা দেশের মানুষের মধ্যে আমার প্রতি আস্থা রয়েছে। দীপাবলি যেমন অন্ধকারের ঊর্ধ্বে উঠে বিজয়ের আলো জ্বালে, তেমনি অনিষ্টের ঊর্ধ্বে গিয়ে শুভ, অজ্ঞতার ঊর্ধ্বে জ্ঞান সঞ্চার করে।'

আলোর উৎসবের সঙ্গে অশুভের ঊর্ধ্বে শুভর তুলনা টেনে বরিস জনসন বলেন, 'ভগবান রাম এবং তাঁর স্ত্রী সীতা যেভাবে অসুর-রাজ রাবণের পরাজয়ের পর ঘরে ফিরে লক্ষ লক্ষ লক্ষ প্রদীপ জ্বালিয়েছিল, আমরাও সেইভাবে আমাদের বিজয় উদযাপন করব।'


প্রসঙ্গত, করোনার দ্বিতীয় স্রোতের সঙ্গে মোকাবিলা করতে ব্রিটেনে এখন চলছে লকডাউন। তবে প্রধানমন্ত্রী জনসন এই লকডাউনের মধ্যেও বিধি-নিষেধ মেনেই দিওয়ালি পালন করা হবে বলে বার্তা দিয়েছেন। আসলে তিনি চান, ব্রিটেনে বসবাসকারী ভারতীয়রা এবছর যে ত্যাগ স্বীকার করছেন, তার ফল হিসাবেই কঠোর বিধিনিষেধ মেনে ব্রিটেনে দিওয়ালি উদযাপনের অনুমতি দেওয়া হবে। প্রধানমন্ত্রী জনসন বলেছেন, 'আমি জানি যে, দূরত্ব বজায় রেখে পরিবারের সঙ্গে একত্রিত হওয়া বা বন্ধুদের সঙ্গে দেখা করা বা তাদের সঙ্গে দীপাবলির আনন্দ ভাগ করে নেওয়া সহজ নয়।'

তবে সকলের কথা চিন্তা করেই, তিন দিনের এই ভার্চুয়াল দিওয়ালি ফেস্টে, 'আই গ্লোবাল দিওয়ালি ফেস্ট ২০২০'-তে বিভিন্ন ক্ষেত্র জুড়ে ব্রিটিশ ভারতীয় সম্প্রদায়ের অবদানকে সম্মান জানাতে একটি পুরষ্কার অনুষ্ঠানের পাশাপাশি সঙ্গীত ও নৃত্য পরিবেশনও ভার্চুয়াল দিওয়ালি ফেস্টের অংশ হবে।যেখানে যুক্তরাজ্যের স্বরাষ্ট্রসচিব প্রীতি প্যাটেল, বিরোধী লেবার পার্টির নেতা কেয়ির স্টারমার এবং লিবারেল ডেমোক্র্যাট এড ডেভী-সহ শীর্ষ ব্রিটিশ রাজনীতিবিদরাও অংশ নেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.