অযোধ্যা বিমানবন্দরের নামকরণ করা হবে 'শ্রীরাম', প্রস্তাব যোগী মন্ত্রীসভার
Odd বাংলা ডেস্ক: যোগীরাজ্য়ে ফের নামবদল। এবার অযোধ্যা বিমানবন্দরের নামকরণ করা হবে শ্রীরাম বিমানবন্দর। উত্তরপ্রদেশ রাজ্য সরকারের তরফে এমনই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানা গিয়েছে নাম পরিবর্তনের প্রস্তাব পাস করানো হবে এবং তা কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের কাছে তা পাঠিয়ে দেওয়া হবে।
রাজ্যের তরফে জানানো হয়েছে, অযোধ্যা বিমান বন্দরটি আন্তর্জাতিক মানের তৈরি করা হবে। এপ্রসঙ্গে সকলেরই জানা যে, রাম জন্মভূমি অযোধ্যায় তৈরি করা হচ্ছে বিশ্বের বৃহত্তম রাম মন্দির। এই রাম মন্দিরকে কেন্দ্র করে সেরাজ্যে পর্যটকও আসবে বলে দাবি করা হচ্ছে। আর সেই সূত্রেই অযোধ্যা বিমানবন্দরটিকে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলা হচ্ছে।
Post a Comment