অগ্রহায়ণের শুরুতেই শহরে শীতের আমেজ, গুটি গুটি পায়ে আসছে শীত
Odd বাংলা ডেস্ক: শীতের দিনে বৃষ্টির আমেজ কিন্তু বাঙালির না-পসন্দ। তবে আবহাওয়া জানান দিচ্ছে এবার শীত ঢুকতে চলেছে বঙ্গে। আবহাওয়া দফতর সূত্রে খবর, নভেম্বর মাসের শেষ দিক থেকেই শহরবাসীকে শীতের পোশাক পরা শুরু করে দিতে।
হাওয়া অফিস জানিয়েছে, এতদিন ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে শীত প্রবেশ করতে পারেনি বঙ্গে। তবে এবার সব বাধা কাটিয়ে অগ্রহায়মেই শীতের জন্য প্রস্তুত হচ্ছে বাংলা। আজ থেকে ধীরে ধীরে নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। হাওয়া দফতরের আপডেট অনুসারে বৃষ্টির হাত ধরেই বাংলায় আসতে চলেছে শীত, আর সেটাই হতে চলেছে।
আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী সোমবার ২৩ নভেম্বর থেকেই রাজ্যে প্রবল ঠান্ডা জাঁকিয়ে পড়তে পারে। শীতের আমেজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, তা রাজ্যের একাধিক জায়গায় ভোরবেলা থেকেই বোঝা যাচ্ছে। সকালের তাপমাত্রা শুক্রবার সকাল থেকেই কম, সঙ্গে রয়েছে কুয়াশা।
Post a Comment