পেমেন্ট এখন আরও সহজ, এখন থেকে ডিজিটাল লেনদেন করা যাবে হোয়াটসঅ্যাপ পে-এর মাধ্যমে
Odd বাংলা ডেস্ক: ভারতে ডিজিটাল লেনদেনে এবার সামিল হল হোয়াটসঅ্যাপও। এতদিন ডিজিটাল লেনদেনে গুগল পে এবং আলিবাবা ছিল একটা উল্লেখযোগ্য নাম ছিল। আর এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছে হোয়াটসঅ্যাপ। চাহিদার সঙ্গে তাল মিলিয়ে চলার জন্যই UPI-এর বাজারে ঢুকে পড়ল হোয়াটসঅ্যাপ।
এতদিন ভারতে পেটিএম, গুগল পে, ফোনপে, এবং আলিবাবার মতো সংস্থাগুলি ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে গ্রাহকদের কাছ থেকে ব্যপক সাড়া পেয়েছিল। আর এবার সেই প্রতিযোগীতায় হোয়াটসঅ্যাপ পে চলে আসায়, তা বাজারে ব্যপক চাহিদা লাভ করবে বলে মনে করা হচ্ছে।
জানা গিয়েছে এখনও পর্যন্ত, ৫টি ব্যাঙ্কের সঙ্গে হোয়াটসঅ্যাপ পে-এর পার্টনারশিপ হয়েছে, আর সেগুলি হল- ICICI, HDFC, AXIS, State Bank Of India এবং Jio Payments Bank।
কীভাবে ফোনে হোয়াটসঅ্যাপ পে সেট করবেন-
- প্রথমে প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপ আপডেট করুন।
- অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপের চ্যাট উইন্ডো খুলে সেখানে ডান দিকে উপরে যে ভার্টিকাল তিনটে ডট থাকে তাতে ক্লিক করলেই পেমেন্ট অপশনটি দেখতে পারবেন। সেখানে ক্লিক করুন।
- এরপর পেমেন্ট উইন্ডো খুলে গেলে, 'Add new payments' অপশনের ক্লিক করুন।
- এর পর 'accept' এবং 'continue to proceed further'-এ যান।
- 'accept' অপশনের উপর ক্লিক করলেই নতুন একটা window খুলে যাবে। তাতে হোয়াটসঅ্যাপের সঙ্গে যে ব্যাঙ্কগুলোর পার্টনারসিপ রয়েছে সেই তালিকা দেখা যাবে।
- তালিকা থেকে ব্যাঙ্ক সিলেক্ট করুন। এরপর নিজের ফোন নম্বর দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করুন। এক্ষেত্রে আপনার নির্বাচিত ব্যাঙ্কের সঙ্গে ফোন নম্বর রেজিস্টার্ড থাকতে হবে।
- 'allow' অপশনের উপর ক্লিক করে অ্যাকাউন্ট ভেরিফাই করার অনুমতি দিন।
- ভেরিফাই হয়ে গেলেই পেমেন্ট করার সুযোগ পাবেন।
কী ভাবে টাকা পাঠাবেন?
- যাঁকে টাকা পাঠাতে চান তাঁর ফোন নম্বর সিলেক্ট করুন। চ্যাট উইন্ডোতে 'ক্লিপ আইকন'-এর উপর ক্লিক করুন।
- এরপর 'রুপি আইকন'-এ ক্লিক করুন।
- এর পর টাকার অঙ্কটা লিখুন।
- তার পর UPI পিন নম্বর দিয়ে লেনদেন করা যাবে।
- কনফারমেশন মেসেজ না আসা পর্যন্ত চ্যাট উইন্ডো খুলে রাখুন।
Post a Comment