সৌমিত্র চট্টোপাধ্যায়ের পর আর্টিস্ট ফোরামের সভাপতি হবেন কে? ধন্দে টলিউড


Odd বাংলা ডেস্ক: টলিউডে আর্টিস্ট ফোরাম তৈরি হওয়ার দিন থেকে তার সভাপতির দায়িত্ব সামলে এসেছেন শুভেন্দু চট্টোপাধ্যায়। তার একবছর পর থেকে আমৃত্যু সেই দায়ভার সামলে এসেছেন সদ্য প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর অবর্তমানে কে হবেন আর্টিস্ট ফোরামের সভাপতি সেই নিয়ে এখন চলছে জোর জল্পনা। 

আপাতত কোনও স্বল্পমেয়াদি কোনও সভাপতি রাখা হবে, নাকি দীর্ঘকালীন কোনও সভাপতি নিযুক্ত হবেন, সেই নিয়েই তৈরি হয়েছে জল্পনা। এতদিন পর্যন্ত বটবৃক্ষের মতো শিল্পীদের মাথার উপর ছিলেন ছোট-বড় সকলের 'মাস্টারমশাই'। শিল্পীদের বিপদে আপদে সবসময়ই তাঁরা পাশে পেতেন সৌমিত্র জ্যেঠুকে। যেকোনও সমস্যার সমাধান করেই ছাড়তেন তিনি। 

ফোরামের প্রাক্তন সম্পাদক অরিন্দম গাঙ্গুলী জানিয়েছেন, টেলিভিশনে ঘণ্টা মেপে যে শ্যুটিং এবং নির্দিষ্ট তারিখের মধ্যে যে বেতন দেওয়ার বিষয়টি কার্যকর করার জন্য যে আন্দোলন, তাতে নেতৃত্ব দিয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। এ পরিস্থিতিতে ফোরামের যুগ্ম  সম্পাদক (সেক্রেটারি) শান্তিলাল মুখোপাধ্যায় জানিয়েছেন টলিউডের সিনিয়র শিল্পী যেমন রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চিরঞ্জিৎ প্রমুখের সঙ্গে যোগাযোগ করে এবিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.