'ট্রাম্প-আউট'! আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন জো বাইডেন
Odd বাংলা ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬ তম প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হলেন ডেমোক্র্যাট জো বাইডেন। ডোনাল্ড ট্রাম্পকে ধরাশায়ী করে দিয়ে সাদা বাড়ির দখল নিলেন বাইডেন। প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে সাধারণ মানুষকে কৃতজ্ঞতাও জানালেন বাইডেন।
জয়ের পর একটি টুইটবার্তায় প্রেসিডেন্ট জো বাইডেন লেখেন, 'আমেরিকা, আমি গর্বিত যে, আমাদের সুন্দর দেশটি পরিচালনার জন্য তুমি আমাকে বেছে নিয়েছ। সামনের কাজ কঠিন হবে, কিন্তু আমি কথা দিচ্ছি আমি সমস্ত মার্কিনিদের প্রেসিডেন্ট, যাঁরা আমাকে ভোট দেবননি, তাঁদেরও।'
America, I’m honored that you have chosen me to lead our great country.
— Joe Biden (@JoeBiden) November 7, 2020
The work ahead of us will be hard, but I promise you this: I will be a President for all Americans — whether you voted for me or not.
I will keep the faith that you have placed in me. pic.twitter.com/moA9qhmjn8
অন্যদিকে প্রথম কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। তিনি ফোন করে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন নয়া নির্বাচিত মার্কিন প্রেসিডেন্টকে। জয়ের হাসি হেসে কমলা বললেন, 'আমরা করে দেখিয়েছি।'
We did it, @JoeBiden. pic.twitter.com/oCgeylsjB4
— Kamala Harris (@KamalaHarris) November 7, 2020
Post a Comment