শ্যামা কালী, কৃষ্ণ কালী, ক্ষ্যাপা কালী, শ্মশান কালীর নাম তো শুনেছেন, 'চানাচুর কালী'র নাম শুনেছেন কি?
Odd বাংলা ডেস্ক: 'সদানন্দময়ী কালী মহাকালের মনমোহিনী'। ভুবন ভোলানো রূপ নিয়ে গোটা বঙ্গজুড়ে বিভিন্ন রূপে বিরাজ করছেন দেবী কালিকা। শ্যামা কালী, কৃষ্ণ কালী, ক্ষ্যাপা কালী, শ্মশান কালী- ইত্যাদি নাম আপনারা শুনেছেন বা দেখেছেন, কিন্তু চানাচুর কালীর নাম কি কখনও শুনেছেন? অথচ এই বঙ্গেই বিরাজ করছে চানাচুর কালী।
এই নামে পরিচিত হলেও তাঁর ভাল নাম হল 'ছোট মা'। প্রতিবন্ধী এক সাধক, এক হাত দিয়ে এই কালী গড়ে পুজো করে আসছেন টানা ৫৬ বছর ধরে। তবে অমাবস্যা নয়, চানাচুর কালীর পুজো হয় প্রতিপদে। কুলটির সাধক রাধাবিনোদ মুখোপাধ্যায়ের ডানহাতটি পোলিও আক্রান্ত। তাই তিনি সব কাজ করেন বাঁ হাতেই। কিন্তু, সেই ছোটবেলা থেকে জেদ আর মা কালীর টান থেকে তিনিই ঠাকুর গড়ে পুজো করে আসছেন। একহাতেই সুন্দর ও নিঁখুত কৃষ্ণবর্ণের কালী তৈরি করেন সাধক রাধাবিনোদ।
এ তো গেল নেপথ্যের কাহিনি কিন্তু মায়ের নাম চানাচুর কালী কেন?
ষাটোর্ধ রাধাবিনোধ মুখোপাধ্যায়-এর কথায়, মাত্র ১০ বছর বয়সেই খেলার ছলে কালীর মূর্তি গড়েছিলেন। ঠিক কালী পুজোর আগেই মূর্তি গড়া শেষ হত তাঁর। কিন্তু ওই পর্যন্তই। তারপর কী করতে হবে তিনি জানতেন না। পুজোর আচার রীতি-রেওয়াজ, নৈবেদ্য সম্বন্ধে ছোট্ট রাধাবিনোদ ছিলেন একেবারে আনকোরা। তাইপুজোর রাতে চানাচুর ভোগ দিয়ে মায়ের আরাধনা করতেন। আর কেঁদে কেটে বলতেন, 'এই আমার সামর্থ্য, মা তুমি গ্রহণ কর'। তখন থেকেই চানাচুর কালী নামকরণ হয়ে যায় তাঁর মায়ের।
পরবর্তীকালে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পুরোহিত দিয়ে পুজো করাতেন তিনি। আর্থিকভাবে স্বচ্ছল না হওয়ায় একসময় এই পুজোর জন্য ভিক্ষাও করেছেন তিনি। এরপর রাধাবিনোদবাবু চিত্তরঞ্জন রেলইঞ্জিন কারখানায় চাকরি পান। তাঁর অবস্থার উন্নতি হলেও আজও পরম্পরা রেখে তিনি আজও এক টাকা হলেও ভিক্ষা করেন। কিন্তু আজও মা কালীর মূর্তি তিনি নিজে হাতে তৈরি করেন।
তিনি আরও বলেন যে, তিনি যখন ছোট ছিলেন মিঠানি গ্রামে তখন থেকেই চট্টোপাধ্যায় পরিবারের শ্যামাকালীর পুজো হয়ে আসছে। সেই পুজো 'বড় মা'-র পুজো বলেই পরিচিত। তিনি স্বপ্নদেশ পান, বড় মায়ের পুজোর পর তাঁর কালীর পুজো হবে। তাই তাঁর 'ছোট মা'-এর পুজো হয় প্রতিপদে। এটাই পরম্পরা। তবে কালী পুজো হয় বৈষ্ণব মতে। সেই পরম্পরা মেনে আজও মায়ের ভোগে চানাচুর নিবেদন করা হয়।
Post a Comment