ই-পাস ছাড়াই যাতায়াত করতে পারবেন শিশু ও মহিলারা, বড় সিদ্ধান্ত মেট্রো রেলের


Odd বাংলা ডেস্ক:  এবার থেকে কলকাতা মেট্রোয় চলাচল করতে গেলে আর লাগবে না ই-পাস, কেবলস্মার্চ কার্ড থাকলেই চলবে। কেবলমাত্র শিশু এবং মহিলাদের জন্য এই সুবিধা নিয়ে এল কলকাতা মেট্রো। মেট্রোরেল সূত্রের খবর,  শুক্রবার (২০ নভেম্বর) থেকে মহিলা এবং ১৫ বছরের নীচে শিশুদের জন্য এই নিয়ম কার্যকর হতে চলেছে। 


তবে, সারা দিন নয়, সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ই-পাস ছাড়া মেট্রোতে যাতায়াত করা যাবে। শিশুদের ক্ষেত্রে স্কুলের পরিচয়পত্রও দেখানো যাবে। নিউ নর্মালে মেট্রো পরিষেবা শুরু হওয়ার পর, করোনা সংক্রমণের কথা মাথা রেখে বেশ কিছু নিয়মের বদল আনা হয়েছে। টোকেন-এর বদলে শুধু মাত্র স্মার্ট কার্ড ব্যবহার করে ই-পাসের মাধ্যমে মেট্রোতে ওঠা যাচ্ছে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.