এই রাজ্যের ২৬৭টি সরকারি স্কুলে মেয়েদের জন্য নেই শৌচালয়, রিপোর্টে উঠে এল চাঞ্চল্যকর তথ্য!


Odd বাংলা ডেস্ক: সমগ্র শিক্ষা অফিয়াশিয়ালের তরফে করা একটি পরিসংখ্যান বলছে হিমাচল প্রদেশের ২৬৭টি সরকারি স্কুলে মেয়েদের জন্য নেই শৌচালয়! সেইসঙ্গে ৬৬৪টি স্কুলে নেই বিদ্যুৎ সংযোগ! এমনকি ২০ শতাংশেরও কম সরকারি স্কুলে কম্পিউটার এবং ইন্টারনেট পরিষেবা রয়েছে। ইউনিফায়েড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশনের অধিনে এই ডাটা বের করা হয়েছে।

জানা গিয়েছে, রাজ্যের শিক্ষা দফতরের অধীনে হিমাচল প্রদেশে প্রায় ১৫ হাজার স্কুল রয়েছে, যার মধ্যে ২০ শতাংশেরও কম স্কুলে কেবল রয়েছে কম্পিউটার শিক্ষার সুযোগ। 

পরিসংখ্যান বলছে হিমাচল প্রদেশে মোট সরকারি স্কুলের সংখ্যা ১৫ হাজার ৩৩০টি, এর মধ্যে-
  • ১৫টি স্কুলে নেই পানীয় জল
  • ২৬৭টি স্কুলে নেই মহিলা শৌচালয়
  • ৪৪৮টি স্কুলে নেই পুরুষ শৌচালয়
  • ৬৬৪টি স্কুলে নেই বিদ্যুৎ সংযোগ
  • ১,৯৩৭টি স্কুলে নেই লাইব্রেরি
  • ২৫টি স্কুলে নেই খেলার মাঠ
  • ৩৪টি স্কুলে নেই পাঁচিল

আরও জানা গিয়েছে, সেরাজ্যের প্রাইমারি স্কুলের প্রায় ৩৩ হাজার ক্লাসরুম সারাই করা প্রয়োজন। উচ্চমাধ্যমিক স্তরে এব একাদশ শ্রেণীতে স্কুল ছুটের হার ৭-৮ শতাংশ। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.