৩০ ডিসেম্বর ১৯৪৩, সুভাষ চন্দ্র বসু এইদিন প্রথম ভারতের মাটিতে তেরঙ্গা উত্তোলন করেছিলেন


Odd বাংলা ডেস্ক: সুভাষ চন্দ্র বোস ৩০ ডিসেম্বর প্রথমবারের জন্য ব্রিটিশ রাজের কাছ থেকে ভারতীয় ভূমি পুনরুদ্ধার করেছিলেন।পোর্ট ব্লেয়ারের এখন যেটা নেতাজি স্টেডিয়াম, সেসময় জিমখানা গ্রাউন্ড হিসেবেই লোকে চিনত। ১৯৪৩ সালের ৩০ ডিসেম্বর সেই জিমখানা মাঠেই ওঠে প্রথম জাতীয় পতাকা।

নেতাজিই ছিলেন প্রথম ভারতীয়, যিনি ২০০ বছরের ইংরেজদের কাছে পরাধীনতার গ্লানি থেকে কিছুটা হলেও মুক্তির স্বাদ এনে দিয়েছিলেন। ব্রিটিশের দখলে থাকা ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে প্রথম স্বাধীন বলে ঘোষণা করে, এই দিনে ওড়ান তেরঙ্গা।  

যে জাপানী বাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল তাদের সহায়তায় এই কাজ করতে সমর্থ হয়েছিলেন সুভাষচন্দ্র বসু। তিনি প্রথম সেই দ্বীপপুঞ্জকে ব্রিটিশ শাসন থেকে মুক্তিপ্রাপ্ত ভারতীয় অঞ্চল হিসাবে ঘোষণা করেছিলেন।আজাদ হিন্দ পতাকা উত্তোলনের মাধ্যমে, আজাদ হিন্দের অস্থায়ী সরকারের প্রধান নেতাজী তাঁর প্রতিশ্রুতি পূর্ণ করেছিলেন, যে ১৯৪৩ সালের শেষদিকে আইএনএ ভারতের মাটিতে দাঁড়াবে।

সেসময় অবশ্য জাতীয় পতাকা আজকের মতো ছিল না। সময়ের সঙ্গে নানা ভাবে বদলেছে ভারতের জাতীয় পতাকা, একদম ১৯৪৭ সাল পর্যন্ত।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.