২০২০ সালে ব্যবহৃত ৬টি নতুন শব্দ, যা এতদিন পর্যন্ত ততটাও প্রচলিত ছিল না!
Odd বাংলা ডেস্ক: ২০২০ সালে মানুষ এমন অনেককিছুরই সাক্ষী থেকেছেন, যা হয়তো তারা আগে কোনওদিনও দেখেননি, শোনেননি বা অনুভব করেননি। তেমনই ২০২০ সালে, কিছু শব্দ ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল যা আগে খুব একটা ব্যবহার করা হত না
১) কোয়ারেন্টাইন এবং আইসোলেশন
ভাইরাল করোনাভাইরাস জেরে কোয়ারেন্টাইন এবং আইসোলেশন শব্দগুলির প্রচলন হয়েছিল।
আইসোলেশনের অর্থ পৃথকীকরণ এবং কোয়ারেন্টাইনের অর্থ হল সমাজ থেকে বিচ্ছিন্ন হওয়া।
এই দুটি পদ্ধতিটি একজনের থেকে অন্য ব্যক্তির শরীরে করোনা রোগের সংক্রমণ রোধ করতে পালন করা হয়।
২) লকডাউন এবং আনলক
করোনা মহামারীতে, ‘লকডাউন’ এবং ‘আনলক’ নামে দুটি শব্দই ছিল সকলের আলোচনার বিষয়।
‘লকডাউন’ চলাকালীন কোভিড-১৯ সংক্রমণ রোধে জনসাধারণের মধ্যে সকল পর্যায়ে সমস্ত লেনদেন এবং ক্রিয়াকলাপ স্থগিত করা হয়েছিল।
ধীরে ধীরে যখন ভাইরাসের প্রকোপ হ্রাস পেয়েছে বলে মনে করা হয়েছিল, তখন সমস্ত লেনদেন এবং ক্রিয়াকলাপ আবার শুরু করা হয়েছিল, যা 'আনলক' নামে পরিচিত।
৩) সামাজিক দূরত্ব
করোনা আক্রান্ত ব্যক্তির হাঁচি এবং কাশির মাধ্যমে করোনাভাইরাস সংক্রামিত হওয়ার সঙ্গে সঙ্গে দু'জনের মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রাখা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। এই ব্যবধানটি দূর করার প্রক্রিয়াটি বর্ণনা করতে ‘সামাজিক দূরত্ব’ শব্দটি ব্যবহার করা হয়েছিল। শব্দটি এখন জনজীবনে প্রায়শই ব্যবহৃত হয়।
৪) ওয়ার্ক ফ্রম হোম
শব্দটি এর আগে আইটি সোক্টরগুলিরতে প্রচলিত ছিল, তবে করোনা মহামারী ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে এই ওয়ার্ক ফ্রম হোম বা বাড়ি থেকে কাজ করার বিষয়টি একটি গৃহস্থালির ঘটনা হয়ে দাঁড়িয়েছিল।
৫) নেপোটিজম
২০২০ সালের ১৪ জুন, অভিনেতা সুশান্ত সিং রাজপুত মুম্বইয়ের তার বাড়িতে আত্মহত্যা করেন। অনেক কিছুই প্রকাশ্যে আসার পরে বলিউডে স্বজনপোষন বা নেপোটিজম বিষয়টি তুলে ধরা হয়েছিল।
৬) হাইড্রোক্সিক্লোরোকুইন
রাসায়নিক এবং চিকিৎসাক্ষেত্রে হাইড্রোক্সিক্লোরোকুইন শব্দটি প্রচলিত হয়েছে। তবে, শব্দটি করোনা মহামারির সময় কোভিডের সম্ভাব্য নিরাময়ের জন্য ব্যবহার করা হত।
Post a Comment