ফিরে দেখা ২০২০ সালের ৭টি বড় ঘটনা, যা সারা দেশ এমনকি বিশ্বেও ব্যপক সাড়া ফেলেছিল


Odd বাংলা ডেস্ক: ২০২০ সাল ছিল ভীষণরকম ঘটনাবহুল, বছরের শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনায় মুখর ছিল গোটা বছর, ফিরে দেখা তারই মধ্যে থেকে বাছাই করা ৭টি ঘটনা।

নির্ভয়া দোষীদের ফাঁসি 
বছরের পর বছর অপেক্ষার অবসান হয়েছিল এবছর। দীর্ঘদিন ধরে চলতে থাকা, ২০১২ সালের নির্ভয়ার গণধর্ষণ ও হত্যা মামলায় ৪ আসামীকে ২০ মার্চ ফাঁসি দেওয়া হয়েছিল।


কোভিড -১৯ বা নভেল করোনাভাইরাস
২০২০ সালটি আসার সঙ্গে সঙ্গে নিয়ে এসেছিল কোভিড -১৯-এর মতো ভয়ানক মহামারি, যা সারা বিশ্বের বুকে আঘাত হেনেছিল। বিশ্ব এখনও এর সঙ্গে লড়াই করে চলেছে। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে বিভিন্ন ভ্যাকসিন আশার আলো দেখিয়েছে।

প্রিন্স হ্যারি এবং মেঘান মার্কেল রাজপরিবার ত্যাগ করেন
২০২০ সালের ৮ জানুয়ারী, যুবরাজ হ্যারি এবং মেঘান মার্কেল ব্রিটেনের রাজ পরিবার থেকে পদত্যাগ করার মতো বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিলেন।

পালঘর গণপিটুনি
২০২০ সালের ১৬ এপ্রিল, মহারাষ্ট্রের পালঘরে দুজন সাধু এবং তাদের ড্রাইভারকে গণপিটুনির ঘটনায় উত্তাল হয়ে ওঠে দেশ। এর জেরে সারা দেশব্যাপী ক্ষোভের সৃষ্টি হয়েছিল এবং এই মামলার সঙ্গে জড়িত এখনও পর্যন্ত ১০১ জনকে গ্রেফতার করা হয়েছে।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্য
২০২০ সালের ১৪ জুন অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে গোটা দেশবাশী শোকস্তব্ধ হয়ে উঠেছিল। এই ঘটনা মানসিক স্বাস্থ্যের বিষয়টিকে আরও একবার সকলের সামনে নিয়ে এসেছিল এবং একইসঙ্গে মিডিয়া ট্রায়ালের কুফলগুলিও প্রদর্শন করেছে।

ক্রিকেট টেস্ট ম্যাচে সবচেয়ে কম রান ভারতের!
অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি ক্রিকেটে টেস্ট ম্যাচে ভারত সর্বনিম্ন স্কোর করেছে , ভারতীয় দল টেস্ট ক্রিকেটের বিজ্ঞাপনের ইতিহাসে সবচেয়ে কম রান করেছে। মাত্র ৩৬ রানেই অল আউট। 

ব্ল্যাক লাইভ ম্যাটারস প্রতিবাদ
এই আন্দোলনটি ২৫ মে এক সাদা পুলিশ দ্বারা কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে হত্যার ঘটনার পর বিরাট আন্দোলন শুরু হয় আমেরিকায়। এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে স্পষ্ট দেখা গিয়েছিল যে, এক সাদা চামড়ার পুলিশ প্রত্যক্ষদর্শীদের বারবার বারন করা সত্ত্বেও সাত মিনিট ধরে ফ্লয়েডের ঘাড়ের ওপর নিজের হাঁটু দিয়ে চেপে ধরে ছিলেন যার ফলে মৃত্যুর কোলে ঢলে পড়েছিল ফ্লয়েড।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.