সন্ন্যাসী বিদ্রোহের ইতিকথা- যখন ভারতের সন্ন্যাসীও ফকিররা ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহে গর্জে উঠেছিল

Odd বাংলা ডেস্ক: ঐতিহ্য হিসাবেই, উত্তর-পূর্ব ভারতে সন্ন্যাসী এবং ফকিররা স্থানীয় জমিদারদের কাছ থেকে প্রচুর পরিমাণে ভিক্ষা সংগ্রহ করতেন।বাংলার ব্রিটিশ শাসনের অধীনে, ১৭৭০ সালের  ভূমি রাজস্ব এবং দুর্ভিক্ষের কারণে সন্ন্যাসীদের ভিক্ষার পরিমাণ কমে আসে। এছাড়াও ব্রিটিশরা সন্ন্যাসীদের পবিত্র স্থান পরিদর্শনে বাধা-সহ অনেকগুলি বিধিনিষেধ আরোপ করেছিল।

সন্ন্যাসীরা ব্রিটিশের বিরুদ্ধে বিদ্রোহ গড়ে তুলেছিল এবং হুগলি, পাটনা, কোচবিহার ইত্যাদিতে ইংরেজ কারখানা এবং সরকারী কোষাগারে অভিযান চালায়, এমনকি তারা কোম্পানির ডাকা কেন্দ্র দখল করে সেটিকে তাদের নিয়ন্ত্রণে রাখে।অবশেষে ওয়ারেন হেস্টিংসের অধীনে ব্রিটিশ সেনাবাহিনী এই বিদ্রোহকে দমন করে এবং শত শত সন্ন্যাসী নিহত হয়।

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস 'আনন্দমঠ' সন্ন্যাসী বিদ্রোহের প্রেক্ষাপটে অনুপ্রাণিত হয়ে রচনা করেছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.