'গো করোনা গো'-এর পর এবার 'নো করোনা নো'-স্লোগান দিলেন কেন্দ্রীয় মন্ত্রী


Odd বাংলা ডেস্ক:মার্চ মাসে যখন করোনায় কম্পমান সারা দেশ তখন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আতাওয়াল মুম্বই গেটের সামনে দাঁড়িয়ে ‘গো করোনা, করোনা গো’ স্লোগান দিয়েছিলেন।দাবি করেছিলেন এই স্লোগান দিলেই পালাবে করোনা। কিন্তু দুর্ভাগ্যবশত তার কিছুদিন বাদেই মারণ ভাইরাসে আক্রান্ত হন তিনি। পরে সুস্থও হয়ে ওঠেন। এবার করোনার নতুন স্ট্রেনের তাণ্ডব থামাতে ‘নো করোনা’ স্লোগানের জন্ম দিলেন। তিনি!

রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “আগে আমি ‘গো করোনা, করোনা গো (Go Corona, Corona Go)’ স্লোগান দিয়েছিলাম। তারপর থেকে আট-নয়মাস কেটে গিয়েছে। এখনও করোনাও আস্তে আস্তে চলে যাচ্ছে। ভ্যাকসিনও এসে গিয়েছে। তাই করোনা ভাইরাসের নতুন স্ট্রেনের জন্য আমি এখন ‘নো করোনা, করোনা নো (No Corona, Corona No)’, স্লোগান দিচ্ছি।”

এই খবর প্রকাশ্যে আসার পরই হেসে খুন নেট নাগরিকরা! কেন্দ্রীয় মন্ত্রীকে ব্যাঙ্গ করে অনেকেই তাঁর করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি মনে করিয়ে দেন, অনেকে আবার তাঁকে আগে থেকে সাবধান করে দেন যে তাঁরা আবার করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে!

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.