করোনা মহামারি, লকডাউনের মন্দার মধ্যেও এই নিয়ে ৩ বার পারিশ্রমিক বাড়ালেন অক্ষয় কুমার


Odd বাংলা ডেস্ক: মন্দার বাজারে হু হু করে পারিশ্রমিক বাড়াচ্ছেন খিলাড়ি অক্ষয়কুমার। চলতি বছরে লকডাউন-মহামারির মধ্যেও এই নিয়ে অন্তত তিন বার পারিশ্রমিক বাড়ালেন তিনি। অক্ষয়ের কথায়, দিন দিন তাঁর কাছে বহু ছবির প্রস্তাব আসছে, তাই তিনি টাকার অঙ্ক বাড়িয়েছেন। 

লকডাউনের সময়েই তিনি তাঁর পারিশ্রমিক ৯৯ থেকে ১০৮ কোটি করেন। তারপর তা থেকে বাড়িয়ে ১১৭ কোটি, আর বার তা করলেন ১৩৫ কোটি। ২০২২-এ যেসব ছবি মুক্তি পাবে, সেই সব প্রজেক্টের জন্য আপাতত ১৩৫ কোটিতেই রাজি হচ্ছেন অক্ষয়। 

তাঁর ছবির বাজেট সাধারণত ১৮৫-১৯০ কোটির আশেপাশেই ঘোরাঘুরি করে। সেখানে স্যাটেলাইট ও ডিজিটাল স্বত্ব বিক্রি করেই ৮০-৯০ কোটি টাকা প্রযোজকের ঘরে আসে। বক্স অফিস কালেকশনও ২০০ কোটির আশপাশে থাকে। ফলে লাভ হয় প্রযোজকদের। পারিশ্রমিক বাড়ানোর পরেও অক্ষয়ের ঝুলি ভর্তি। হাতে রয়েছে ‘বচ্চন পাণ্ডে’, ‘রাম সেতু’, ‘রক্ষা বন্ধন’, ‘মিশন লায়ন’-এর মতো ছবির কাজ। রিটার্ন বেশি হওয়ায় অক্ষয়ের উপরে বাজি ধরছেন প্রযোজকেরাও।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.