মাতৃহারা হলেন এ আর রহমান! শোকবার্তা জানালেন শিল্পীমহল
Odd বাংলা ডেস্ক:প্রয়াত হলেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমানের মা করিমা বেগম। দীর্ঘদিন ধরে বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন তিনি। সূত্রের খবর, শ্বাসকষ্টজনিত কারণে চেন্নাইতে মৃত্যু হয় তাঁর।
কিছুক্ষণ আগে টুইটারে নিজের মায়ের ছবি শেয়ার করেন এ আর রহমান। তবে সেই ছবির সঙ্গে কিছুই লেখেননি তিনি। এ আর রহমানের সবচেয়ে কাছের মানুষ ছিলেন তাঁর মা করিমা বেগম। তিনিই প্রথম তাঁকে গান নিয়ে এগিয়ে চলার প্রেরণার উৎসাহ যুগিয়েছিলেন।
— A.R.Rahman (@arrahman) December 28, 2020একবার এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, 'একাদশ শ্রেণিতে পড়াকালীন মা আমাকে স্কুল থেকে ছাড়িয়ে আনেন এবং গানের চর্চা শুরু করার উৎসাহ দেন। তিনি জানতেন সঙ্গীতেই আমি সব চেয়ে ভাল পেশা হতে পারে।' আজ পর্যন্ত নিজের জীবনের সব সাফল্যের কৃতিত্ব মাকেই দিয়ে এসেছেন অস্কারজয়ী এই সঙ্গীত পরিচালক। তাঁর মায়ের প্রয়াণে শোকবার্তা জানিয়েছেন তাবড় তাবড় সঙ্গীতজ্ঞরা।
Post a Comment