৫ বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে খুন, দোষীকে মৃত্যুদণ্ড দিল আদালত
Odd বাংলা ডেস্ক: মাত্র ৫ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করে খুনের মামলায় দোষীকে ফাঁসির আদেশ দিল অসমের একটি আদালত। সোমবার মামলার শুনানি শেষে দোষী মঙ্গল পাইককে মৃত্যুদণ্ড দেয় বিশ্বনাথ জেলার দায়রা আদালত।
২০১৮ সালে অসমের ডেকরাই চা বাগান এলাকায় পাঁচ বছরে এক শিশুকে চকোলেটের লোভ দেখিয়ে অপহরণ করে মঙ্গল। তারপর শিশুটিকে ধর্ষণ করে শ্বাসরোধ করে শিশুটিকে খুন করে সে, আর এই কুকর্ম ঢাকা দিতেই এই কুকর্ম করে সে। এরপর অপরাধ ঢাকতে একটি পুকুরে মৃতদেহ ফেলে দেয় মঙ্গল। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায়, শিশুটির দেহ উদ্ধার হওয়ার পর শরীরে অসংখ্য ক্ষতের দেখা মেলে।
শিশুটির পরিবারের হয়ে এই মামলাটি লড়েছেন আইনজীবী জাহ্নবী কলিতা। তাঁর বক্তব্য, জঘন্য অপরাধটি করার পর নানাভাবে আইনের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করেছিল অপরাধী। কিন্তু শেষরক্ষা হয়নি। দিল্লিতে নির্ভয়ার হত্যাকারীরা আট বছর আইনের ফাঁকফোকর কাজে লাগিয়ে ফাঁসি এড়িয়ে গিয়েছিল। কিন্তু এক্ষেত্রে তা হয়নি। শিশু ধর্ষক ও হত্যাকারী উপযুক্ত সাজা পেয়েছে।
শিশুটির গোপনাঙ্গেও ছিল গভীর জখম। অপরাধী মঙ্গল শিশুটিরই আত্মীয়। এই ঘটনায় নিহত শিশুর পরিবার মামলা দায়ের করলে দু’বছরের সেশে অবশেষে শাস্তি হয় মঙ্গলের। ভারতীয় দণ্ডবিধির ৩০২, ৩৭৬ (এ), ৩৬৩, ২০১ ও পকসো আইনের ৬ নম্বর ধারায় ধর্ষণ ও খুনের অভিযোগে দোষী সাব্যস্ত করে মঙ্গলকে ফাঁসির সাজা দেন বিচারক।
Post a Comment