ভূমিপূজনের ১৩৮ দিন পরেও কেন রামমন্দিরের নির্মাণকাজ শুরু করা যাচ্ছে না? জেনে নিন আসল কারণ
Odd বাংলা ডেস্ক: ভূমিপূজনের ১৩৮ দিন পরও রাম মন্দির নির্মাণের কাজে দেরি হচ্ছে কেন? এ প্রশ্ন উঠতেই বেরিয়ে এল আসল কারণ। সমস্যা রয়েছে স্তম্ভ নির্মাণে, যে স্তম্ভগুলির উপর ভর দিয়ে দাঁড়াবে রাম মন্দিরের ইমারত। মন্দিরের মূল স্তম্ভ হবে পাথরের। যার উচ্চতা হবে ১৬১ ফুট। সেই স্তম্ভ নির্মাণ নিয়েই এখন জটিলতা দেখা দিয়েছে।
তবে স্তম্ভ নির্মাণকারী সংস্থা জানিয়েছে, রাম জন্মভূমির মাটির নিচে আসল সমস্যা রয়েছে। তাই একটি কমিটি গত কয়েকদিন ধরে মাটির নিচে পরীক্ষা চালাচ্ছে। সিমেন্ট আর কংক্রিট দিয়ে তৈরি ১০টি টেস্ট পিলার পোঁতা হয়েছিল। ২৮ দিন রাখা হয় ১৪টি পিলার। তবে সেই পিলারগুলির রিপোর্ট সন্তোষজনক নয়।
স্তম্ভ নির্মাণকারী সংস্থার ইঞ্জিনিয়ারদের প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, টেস্ট পিলারগুলির অবস্থা ২৮ দিন পর ভাল ছিল না। ফলে বড় পিলার তৈরিতে সমস্যা হতে পারে। তবে ঠিক কোথায় সমস্যা মাটি পরীক্ষা করে একটি দল জানিয়েছে, পাথরের পিলারের ভার নেওয়ার মতো শক্তি রাম মন্দিরের মাটিতে নেই।
Post a Comment