ভুয়ো করোনার ভ্যাকসিন বিক্রি করতে পারে অপরাধচক্রগুলি, সতর্ক করল ইন্টারপোল
Odd বাংলা ডেস্ক: সংগঠিত অপরাধ চক্রগুলো ভুয়া করোনা টিকা বিক্রি করতে পারে বলে সতর্ক করেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন তথা ইন্টারপোল। বুধবার ফ্রান্সের রাজধানি প্যারিসে এর ১৯৪ সদস্য দেশকে সতর্ক করা হয়। এই মহামারি পরিস্থিতিতে দেশগুলিকে অপরাধ চক্রের প্রতারণা থেকে বাঁচার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।
ইন্টারপোলের সেক্রেটারি জেনারেল জর্জেন স্টক বলেন, প্রতিটি দেশ এখন করোনার টিকা নিয়ে কাজ করছে। আর এই সুযোগে অপরাধ চক্রগুলো বিভিন্ন ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে সাধারণ মানুষকে অনিরাপদ ভ্যাকসিন বিক্রির চেষ্টা করছে। তিনি আরও বলেন, যে এই টিকাগুলো পরীক্ষিত নয়। তাছাড়া এগুলি প্রয়োগে মানবদেহে অনেকরকম জটিলতা দেখা দিতে পারে, এমনকি মৃত্যুও হতে পারে।
Post a Comment