দৈনিক রাশিফল, ২১ ডিসেম্বর: কেমন যাবে আজকের দিন

Odd বাংলা ডেস্ক: রাশিফল সাধারণত পুরোনো জ্যোতিষ শাস্ত্রের এমন একটি ধরণ, যার মাধ্যমে বিভিন্ন সময়কালের নিয়ে আগাম ভবিষ্যৎবাণী করা হয়। যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যৎবাণী করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যৎবাণী করে। তেমনই জেনে নিন আজকে কী রয়েছে আপনার ভাগ্যে।

ধনু (23 Nov - 21 Dec) আয়ের নতুন উৎস পাবেন। কর্মক্ষেত্রে আশার সঞ্চার হবে। ব্যবসায় উন্নতি হবে। বন্ধু সান্নিধ্যে সময় ভালো কাটবে। কল্যাণমূলক কাজের ভাবনায় উৎসাহী হবেন।

মকর (22 Dec - 20 Jan) নতুন কাজের যোগাযোগ আসবে। ব্যবসায় প্রসার লাভের সুযোগ। পরিকল্পনায় কিছু পরিবর্তন হতে পারে। প্রেম-প্রণয়ের সুসময়। মানসিক স্থিরতায় ভালো ফল পাবেন। ভ্রমণ শুভ।

কুম্ভ (22 Jan - 18 Feb) বৈদেশিক যোগাযোগে সুফল আসবে। কর্ম ও অর্থক্ষেত্র অনুকূলে। পরিশ্রম বাড়লেও মানসিক শান্তি থাকবে। পরিকল্পনার বাইরে কিছু করা ঠিক হবে না। স্বাস্থ্যের প্রতি নজর দিন।

মীন (19 Feb - 20 Mar) পেশাগত দিক ভালো যাবে। আর্থিক সাহায্য মেলার আশ্বাস। কাজে কিছুটা স্থবিরতা থাকতে পারে। প্রিয়জনের অসুস্থতায় উদ্বেগ থাকবে। উচ্চাশা পূরণে বাধাকে পাশ কাটিয়ে অগ্রসর হবেন।

মেষ (21Mar - 20 Apr) সামাজিক যোগাযোগ বাড়বে। কাজের পরিবেশ মাঝেমধ্যে প্রতিকূল হলেও ক্ষতিকর হবে না। যৌথ কাজে সুবিধা পাবেন। গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব নিতে হবে।

বৃষ (21 Apr - 20 May) মানসিক চাপ বাড়তে পারে। কোনো কিছু নিয়ে অনিশ্চয়তায় ভুগতে পারেন। কর্মচারীর ভুলে ক্ষতির আশঙ্কা। ইচ্ছাশক্তির জোরে বাধাবিঘ্ন কাটিয়ে উঠতে পারবেন। স্বাস্থ্যবিধি মেনে চলুন।


মিথুন (22 May - 21 Jun) অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তির সম্ভাবনা। বন্ধুর সহযোগিতায় কাজের অগ্রগতি। কোনো সুযোগ অযাচিতভাবে আসতে পারে। অর্থের ঘর শুভ। ব্যবসায় বাড়তি আয় হবে। প্রিয়সঙ্গ আনন্দ দেবে।

কর্কট (22 Jun - 22 Jul) ব্যবসায় শুভ পরিবর্তন। পারিবারিক জটিলতা দূর হবে। প্রত্যাশিত অর্থলাভে বিলম্ব। স্বজন বিষয়ে উদ্বেগ। জীবন সম্পর্কে আশাবাদী মনোভাব অব্যাহত রাখুন। অসমাপ্ত কাজ শেষ করুন।

সিংহ (23 Jul - 23 Aug) কোনো খবর উৎসাহিত করবে। আর্থিক যোগাযোগে লাভবান হতে পারেন। ব্যবসায় নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন। অন্যের উপকার করে আনন্দ পাবেন। শান্তি ও সম্প্রীতি বজায় রাখুন।

কন্যা (24 Aug - 23 Sep) আপনার কাজে অন্যরা অনুপ্রাণিত হবে। পরিবেশ অনুকূলে থাকবে। ব্যবসায় জটিলতা দূর হবে। প্রেম-প্রণয় শুভ। কাজে কিছুটা স্থবিরতা থাকতে পারে। আশাবাদী মনোভাব অক্ষুণ্ন রাখুন।

তুলা (24 Sep - 23 Oct) কোনো ভালো কাজে সুনাম হবে। নতুন কর্মপরিকল্পনায় সাফল্যের ইঙ্গিত। আর্থিক উন্নতি আশা করা যায়। নিজস্ব বুদ্ধিবলে কঠিন সমস্যার সমাধান করতে পারবেন।

বৃশ্চিক (24 Oct - 22 Nov) অন্যের কাজ করতে গিয়ে নিজের কাজের ব্যাঘাত ঘটতে পারে। অপ্রয়োজনীয় ব্যয় বাড়বে। প্রত্যাশিত কাজে বাধা পড়বে। সমস্যা সমাধানে নিজস্ব বুদ্ধিমত্তাকে কাজে লাগান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.