পর্ণ দেখতে গিয়ে কেটে ফেললেন লিঙ্গ! তারপর...

Odd বাংলা ডেস্ক: বিকৃত যৌনসুখ পেতে গিয়ে হাসপাতালে ঠাঁই হল ভাইসানু শ্রীসানাও নামক এক থাই যুবকের (৩০)। নিজ ফ্ল্যাটে বসে পর্নোগ্রাফি দেখছিলেন। কোনও এক বন্ধুর থেকে সংগ্রহ করেছিলেন সেই ভিডিওটি। তা দেখতে দেখতেই উত্তেজিত হয়ে পড়েন। একসময় রান্নাঘর থেকে ছুরি এনে পুরুষাঙ্গে ঘষতে থাকেন। এতে পুরুষাঙ্গ কেটে পুরো বিছানা রক্তে ভেসে যায়।

পরিস্থিতি বেগতিক দেখে জরুরি নম্বরে ফোন করেন যুবক। স্বাস্থ্যকর্মীরা জানান, সম্পূর্ণ নগ্ন অবস্থায় যুবককে উদ্ধার করা হয়। প্রথমে কোনওভাবেই সহযোগিতা করছিলেন না তিনি। কীভাবে এমন কাণ্ড ঘটল, কিছুতেই সে বিষয়ে কিছু জানাতে চাইছিলেন না। পরে বিপদ বুঝে সত্যিটা বলেন।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের খেট নং চক জেলায় এ ঘটনা ঘটেছে। ওই জেলার চারতলার একটি ফ্ল্যাটে থাকতেন ওই যুবক। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.