৪ বছরের কারাদণ্ডে দণ্ডিত হলেন প্রথম করোনা সংক্রান্ত তথ্য প্রকাশ করা সেই সাংবাদিক!
Odd বাংলা ডেস্ক: উহানে করোনাভাইরাস সংক্রমণের প্রাদুর্ভাব নিয়ে তথ্য প্রকাশ করায় চিনের সাংবাদিককে ৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত সাংবাদিক ঝ্যাং ঝান (৩৭)-এর আইনজীবী জানিয়েছেন, দ্বন্দ্ব তৈরি ও পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য উসকানি দেওয়ার দায় চাপানো হয়েছে ঝ্যাং ঝানের ওপর।
২০১৯ সালের ডিসেম্বরে চিনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরাস সংক্রমণের বিষয়ে তথ্য প্রকাশ করেছিলেন তিওই সাংবাদিক। ওই ঘটনার জেরে চলতি বছরের মে মাসে তাকে আটক করা হয়। করোনা সংক্রমণের প্রায় এক বছর পর ৪ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হল তাঁকে। এদিকে বেশ কয়েক মাস ধরে অনশন করছেন ঝ্যাং ঝান। তাঁর আইনজীবীর দাবি, ঝ্যাং ঝানের শারীরিক পরিস্থিতি ভাল নয়। উহানে করোনা সংক্রমণ নিয়ে তথ্য প্রকাশ করার জেরে চিনে যেসব সাংবাদিক বিপাকে পড়েছেন, ঝান তাদের মধ্যে অন্যতম।
স্থানীয় সময় সোমবার সকালে ঝ্যাং ঝান সে দেশের সাংহাই আদালতে আইনজীবীর সঙ্গে উপস্থিত হন। অভিযোগে বলা হয়, করোনাভাইরাসে সংক্রমণ নিয়ে স্বাধীনভাবে রিপোর্ট করার জন্য ২০২০-র বছরের ফেব্রুয়ারি মাসে উহানে গিয়েছিলেন ঝ্যান। ঝ্যাং ঝানের করা প্রতিবেদনগুলোতে সেখানকার সাংবাদিকদের আটকের তথ্য এবং জবাব চাওয়া পরিবারগুলোকে হয়রানির ঘটনার উল্লেখ ছিল বলে জানিয়েছে চিনের বেসরকারি মানবাধিকার সংস্থা 'দ্য নেটওয়ার্ক অব চাইনিজ হিউম্যান রাইটস ডিফেন্ডার্স'(সিএইচআরডি)।
সিএইচআরডি বলছে, চলতি বছরের ১৪মে ঝান নিখোঁজ হয়ে যান। তার পরদিন জানা যায়, তাকে সাংহাই থেকে চারশ মাইল দূরে আটক করে রেখেছে পুলিশ। আর এবার তাঁকে ৪ বছরের কারাদণ্ড দেওয়া হল।
Post a Comment