'আমি ছবি আঁকি বলে এত হিংসা?' বিরোধীদের একহাত নিলেন মমতা বন্দোপাধ্যায়


Odd বাংলা ডেস্ক: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় রাজনীতির পাশাপাশি নানা সময় বিভিন্ন কাজ করে থাকেন, কখনও ছবি আঁকেন, কখনও আবার বইও লেখেন। তাঁর লেখা গানের সিডিও রয়েছে। তাঁর লেখা বই কলকাতা বইমেলায় বেস্টসেলারও হয়। মাননীয়ার আঁকা ছবিও বিক্রি হয় চড়া দামে। তবে মমতার ছবি-আঁকা বা বই লেখা নিয়ে কটাক্ষ করতে দেখা গিয়েছে বিজেপি-সহ একাধিক বিরোধী দলের নেতাদের। 

তবে মঙ্গলবার সাংবাদিক বৈঠকে এনিয়ে মুখ খুললেন মমতা। তিনি বলেন, 'আমি ছবি আঁকি বলে এত হিংসা! আমি বই লিখি, গানের সিডি বানাই। সেখান থেকে যা পাই তা যদি দলের কাজে ব্যবহার করি তাতে আপত্তি কীসের?' বিরোধীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, 'আপনাদের তো হাজার-হাজার কোটি টাকার কোনও হিসেবই নেই। তাহলে আমাকে নিয়ে এত কথা কেন বলেন?'

এর আগেও মমতা বলেছেন তাঁর দল গরিব, কংগ্রেস-বিজেপির মতো এত টাকা নেই তাঁর দলের। তাঁর শিল্প আরাধনার মাধ্যমে যা রোজগার হয় তা তিনি দলের কাজে লাগান। আজ আবারও একই প্রসঙ্গ উঠে এল তার কথায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.