করোনাকে ধরাসায়ী করে দিল এশিয়ার বৃহত্তম বস্তি ধারাভি, নতুন করে সেখানে আর কেউ আক্রান্ত নন
Odd বাংলা ডেস্ক: করোনা মহামারী ভারতের বুকে যখন ফুলে-ফেপে উঠছিল, তখন দেশের যে ক'টি স্থানকে করোনার হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছিল, তার মধ্যে ধারাভি অন্যতম। মুম্বইয়ে অবস্তিত এশিয়ার বৃহত্তম বস্তিতে একের পর এক ঘরে যখন ছড়িয়ে পড়েছিল মারণ করোনাভাইরাস। তখন দ্রুত তা নিয়ন্ত্রণ করতে তৎপর হয়েছিল প্রশাসন।
পরবর্তীকালে যেভাবে ধারাভিতে করোনা আক্রান্তের সংখ্যা কমতে শুরু করে, তার প্রশংসায় পঞ্চমুখ খোদ ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। এবার সেই নিয়ে কার্যত নজির স্থাপন করে করোনামুক্ত হল ধারাভি। অতিমারীর শুরু হওয়ার পর প্রথমবার ধারাভিতে করোনা আক্রান্তের পরিমাণ শূন্য।
গত ২৫ ডিসেম্বর শুক্রবার ধারাভিতে একজনও করোনা আক্রান্ত ব্যক্তির সন্ধান মেলেনি। আর সেখানে অ্যাক্টিভ কেসের সংখ্যা এই মুহূর্তে ১২ -তে নেমে এসেছে।
এশিয়ার সবথেকে জনবহুল বস্তি ধারাভিতে লোকসংখ্যা সাড়ে ৬ লক্ষ। ১ এপ্রিল এই ধারাভিতে প্রথমবার করোনা আক্রান্তের সন্ধান মেলে। জনঘনত্ব বেশি হওয়ায় ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ে। ধারাভিকে কেন্দ্র করে উদ্বেগ বাড়তে শুরু করে।তবে স্বাস্থ্যকর্মীদের সঙ্গে সঙ্গে ধারাভিতে করোনা নিয়ন্ত্রণে সাহায্য করেছে বাসিন্দারাও।
Post a Comment