পাকিস্তানে একটি ডিমের দাম ভাঙল সর্বকালের রেকর্ড, মাথায় হাত আম জনতার!


Odd বাংলা ডেস্ক: একে তো করোনা মহামারি, তার ওপর আবার সঙ্গী মুদ্রাস্ফীতি!  অত্যাবশকীয় জিনিসপত্রের দাম বাড়তে থাকায় নাভিশ্বাস উঠেছে পাক জনতার। পরিস্থিতি আগে থেকেই খারাপ হতে হতে করোনা ও লকডাউনের ধাক্কায় একেবারে হাতের বাইরে চলে যাওয়ার মতো পরিস্থিতি। গত এক বছর ধরেই লাফিয়ে লাফিয়ে বেড়েছে আটার, আদা, গম সব কিছুরই দাম। তবে সব কিছুকে ছাপিয়ে গিয়েছে ডিম। পাকিস্তানে একেকটা ডিমের দাম বেড়ে দাঁড়িয়েছে ৩০ টাকা!

শীতের সময়ে বেড়েছে ডিমের চাহিদা। তার মধ্যে এই মূল্যবৃদ্ধি।  বিশ্বাস্য হারে দাম বেড়েছে আদারও। আদার দাম ১ হাজার টাকা প্রতি কেজি। গমের দাম কেজি প্রতি ৬০ টাকা, ১ কেজি চিনির মূল্য ১০৪ টাকা, মুরগি মাংস ৩০০ টাকা প্রতি কেজি।  রান্নার গ্যাসের সংকটের মধ্যেই এই হারে মূল্যবৃদ্ধিতে কোনও মতে পেট ভরানোই দায়।

সম্প্রতি একটি সমীক্ষার রিপোর্ট বলছে,  ৭৭ শতাংশ পাকিস্তানিই মনে করছেন দেশ চলেছে ভুল পথে। সমীক্ষা অনুযায়ী, ইমরানের দেশের সব প্রদেশেই তীব্র সংকটে অর্থনীতি। যে চারটি কারণকে এর জন্য দায়ী করা হচ্ছে, তার মধ্যে একেবারে শীর্ষেই রয়েছে মুদ্রাস্ফীতি। দৈনন্দিন সামগ্রীর আকাশছোঁয়া দামে এই শ্রেণির পাক নাগরিকরা পড়েছেন সবথেকে বেশি সমস্যায়।

এই পরিস্থিতিতে ইমরান সরকারের উপরে চাপ যে দিন দিন বাড়ছে, তা বলাবাহুল্য। এমনিতেই ঋণের ভারে ভারাক্রান্ত ইসলামাবাদ। ফলে রাতারাতি মুদ্রাস্ফীতিকে মোকাবিলা করাও সম্ভব হচ্ছে না। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.