এই শহরে গেলেই চাকরি-বাড়ি ফ্রি!

Odd বাংলা ডেস্ক: অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলের ছোট্ট একটি শহর লেইনস্টার। বিস্ময়কর হলেও সত্যি, ৫০০ বাসিন্দার এই শহরটিতে গেলেই মিলবে চাকরি,  বিনামূল্যে আবাসন,  জিম ও সুমিংপুলের সুবিধা।

তবে শর্ত হলো এ সুবিধাগুলো মিলবে শুধু সেখানের একটি লোহার খনিতে কাজ করলে। খনিটি অস্ট্রেলিয়ার পার্থ শহর থেকে এক হাজার কিলোমিটার দূরে অবস্থিত। সেখানে কাজ করলেই খনির নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান সুবিধাগুলো দেবে।

অস্ট্রেলিয়ার ঐ খনিতে কাজ করছেন ক্রিস্টাল ড্রিংকওয়াটার ও তার সঙ্গী টাইসন হুইলাস। স্থানীয় সংবাদমাধ্যম ডেইলি মেইলকে ক্রিস্টাল বলেন, যেহেতু সেখানে সবাই একই উদ্দেশ্য নিয়ে যায়, তাই সবার মধ্যে একটি বন্ধনের সৃষ্টি হয়। সবাই এক পরিবারের মতো থাকে।

এ শহরে অবাক করার মতো আরোও একটি বিষয় হলো শহরটিতে পুলিশ সদস্যের সংখ্যা মাত্র দুজন।

এ বিষয়ে শহরটির ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা পল ভারগাস বলেন, শহরে অপরাধের মাত্রা খুবই কম। বাসিন্দাদের সঙ্গে ইতিবাচক যোগাযোগের ফলেই বিষয়টি আরও সহজ হয়ে গেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.