আজ কলকাতায় শুরু হবে কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল, সূচনায় রাজ্যপাল
Odd বাংলা ডেস্ক: বেলেঘাটা আইডি হাসপাতালে নাইসেডে শুরু হতে চলেছে কোভ্যাক্সিনের ট্রায়াল। আজ ২ ডিসেম্বর তৃতীয় পর্যায়ের কোভ্যাক্সিনের ট্রায়ালের সূচনা করবেন রাজ্যপাল জগদীপ ধনখড়।
এদিন রাজ্যপাল টুইট করে জানিয়েছেন, নাইসেড-এ COVAXIN এর তৃতীয় দফার ট্রায়ালের সূচনা হয়েছে সকাল এগারোটায়৷ এটি পরীক্ষামূলক ট্রায়াল৷ আর প্রথম টিকাটি নিতে রাজি হয়েছেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম৷ এমনটাই খবর নাইসেড সূত্রে৷
দিন কয়েক আগেই পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছিলেন তিনি করোনার পরীক্ষামুলক ভ্যাকসিন নিতে প্রস্তুত। জানা গিয়েছে এর পরই নাইসেড কর্তৃপক্ষ ফিরহাদ হাকিমকে আমন্ত্রণ জানিয়েছিল। তবে পরীক্ষামূলক এই টিকা নেওয়ার ঝুঁকিও রয়েছে৷নাইসেড পুরমন্ত্রীকে জানিয়েছে, এটা একটি পরীক্ষামূলক টিকা৷ কোন প্রভাব হতেও পারে৷ তখন ফিরহাদ হাকিম তাঁদের জানিয়েছে, 'আমার ওপর দিয়ে পরীক্ষামূলক প্রয়োগ করে যদি বহু মানুষের উপকার হয়, তাহলে আমি দিতে রাজি আছি৷ আমি আমার জীবনের চিন্তা করি না৷'
Post a Comment