জলহস্তী ভেবে নারীর সঙ্গে একি করল পুরুষ জলহস্তী!

Odd বাংলা ডেস্ক: জলের দানব জলহস্তীর কাছে শারীরিক নির্যাতনের শিকার এক নারী! এমন ঘটনা যে কাউ কেই অবাক করবে। কেননা এটা কি করে সম্ভব। অনেকেই মনে করছেন এটা কোনোভাবেই সম্ভব নয়। সম্প্রতি ফ্রান্সের প্যারিসে এ ঘটনাটি ঘটেছে।

ঘটনাটি শুরু যেভাবে- আগের দিন রাতে প্রবল বৃষ্টিতে বিধ্বস্ত হয়েছিল এলাকা। তাই দ্রুত দোকান বন্ধ করে বাড়ির ফিরছিলেন এক নারী। কিছু সময় পর মাঝ পথে গিয়ে তিনি বুঝতে পারেন কেউ তার পিছু নিয়েছে।

 কিন্তু ততক্ষণে যা হবার তাই কিছু বুঝে ওঠার আগেই সেই দুষ্কৃতীকারী ঝাঁপিয়ে পড়ে ওই নারীর ওপর। কিন্তু এই ‘দুষ্কৃতী’ যে মানুষ নয়, জল দানব- এক জলহস্তীর কাছে সেই নারী শারীরিক নির্যাতনের শিকার হলেন।

সূত্রের খবর অনুযায়ী, ফ্রান্সের প্যারিসে জিওলজিক্যাল পার্কে প্রবল বৃষ্টির কারণে ওই এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। সে সময়টাতে একটি গাছ ভেঙে পড়ে পার্কের প্রবেশ দ্বার ক্ষতিগ্রস্ত হয়। আর সেই ফাঁকে একটি জলহস্তী পার্ক পালিয়ে যায়।

সূত্রে জানা গেছে, ওই জিওলজিক্যাল পার্কেই একটি বেকারির দোকান রয়েছে গেরালডিন বাউডিন নামে সেই নারীর।

গেরালডিন বাউডিনের অভিযোগ, পার্কটি থেকে জলহস্তী পালানোর পরের দিনই তিনি আক্রান্ত হন। রাতে বাড়ি ফেরার সময়ে একটি জলহস্তী আচমকা তার উপরে ঝাপিয়ে পড়ে।

ওই নারী আরো অভিযোগ করে বলেন, জলহস্তীটি তার সাথে যৌন সম্পর্ক স্থাপন করতে চেয়েছিল। এই জলদানবের আক্রমণ থেকে বাঁচার জন্য অনেক চেষ্টার পরে কোনো ক্রমে সেই জলহস্তীর হাত থেকে রক্ষা পান তিনি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.