দৈনিক রাশিফল, ২২ ডিসেম্বর: কেমন যাবে আপনার দিন, জেনে নিন
Odd বাংলা ডেস্ক: রাশিফল সাধারণত পুরোনো জ্যোতিষ শাস্ত্রের এমন একটি ধরণ, যার মাধ্যমে বিভিন্ন সময়কালের নিয়ে আগাম ভবিষ্যৎবাণী করা হয়। যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যৎবাণী করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যৎবাণী করে। তেমনই জেনে নিন আজকে কী রয়েছে আপনার ভাগ্যে।
ধনু (23 Nov - 21 Dec)
কাজে স্বীকৃতি পাবেন। বন্ধু সান্নিধ্যে সময় ভালো কাটবে। পারিবারিক সমস্যা মিটে যাবে। সন্তানের জন্য ভাবনা কমবে। আর্থিক উন্নতির যোগ আছে। বিনোদনমূলক কাজে আনন্দ পাবেন।
মকর (22 Dec - 20 Jan)
বিষয়-সম্পত্তির আলোচনায় অগ্রগতি। পরিবার-পরিজনের কল্যাণ চিন্তায় উদ্বেগ। কাজের পরিবেশ মাঝে মধ্যে প্রতিকূল হলেও ক্ষতিকর হবে না। একঘেয়েমি ও কাজে স্থবিরতা পরিহার করুন।
কুম্ভ (22 Jan - 18 Feb)
কোনো যোগাযোগে আর্থিকভাবে লাভবান হতে পারেন। কাজে-কর্মে উৎসাহ থাকবে। কোনো তথ্য আপনার কাজের সহায়ক হবে। আর্থিক অনিশ্চয়তা কমে আসবে। ভ্রমণ শুভ।
মীন (19 Feb - 20 Mar)
নতুন কাজের যোগাযোগ আসবে। অর্থের ঘর শুভ। ব্যবসায় জটিলতা দূর হবে। কোনো সুযোগ অযাচিতভাবে আসতে পারে। প্রাপ্ত সুযোগ কাজে লাগিয়ে লাভবান হতে পারেন।
মেষ (21Mar - 20 Apr)
কোনো পরিকল্পনার অগ্রগতি হবে। আপনার কাজে অন্যদের প্রভাবিত করতে পারবেন। প্রত্যাশা পূরণে বাধাবিঘ্ন দূর হবে। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে নিকটজনের সঙ্গে পরামর্শ করুন।
বৃষ (21 Apr - 20 May)
কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব থাকতে পারে। ব্যয়বাহুল্যের ফলে চিন্তা বৃদ্ধি পাবে। আপনার উদারতার সুযোগে কেউ ক্ষতি করার চেষ্টা করতে পারে। অসমাপ্ত কাজ শেষ করুন।
মিথুন (22 May - 21 Jun)
কোনো শুভ সংবাদে আনন্দিত হবেন। বিশেষ কোনো সমস্যা সমাধানের পথ খুঁজে পাবেন। কর্মক্ষেত্রে আশার সঞ্চার হবে। পূর্বের তুলনায় আয় বৃদ্ধি পাবে। ভ্রমণ শুভ।
কর্কট (22 Jun - 22 Jul)
কোনো লাভজনক কাজের সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে পরিবেশ অনুকূলে থাকবে। কাজকর্মে প্রসার লাভ হবে। দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে সুযোগের সদ্ব্যবহার করুন।
সিংহ (23 Jul - 23 Aug)
পুরনো সমস্যা কাটিয়ে ওঠার সুযোগ আসবে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। প্রেম-প্রণয় আমেজহীন। ব্যবসায় ইতিবাচক পরিবর্তন আসবে। মনকে প্রফুল্ল রাখুন।
কন্যা (24 Aug - 23 Sep)
আয় বাড়লেও ব্যয়ের চাপ কমবে না। কারো অসুস্থতায় চিন্তিত থাকবেন। অবহেলার কারণে সুযোগ হাত ছাড়া হতে পারে। অর্থপ্রাপ্তিতে বিলম্ব। অস্থির বা ধৈর্যহীন হবেন না।
তুলা (24 Sep - 23 Oct)
অবিবাহিতদের বিয়ের আলোচনায় অগ্রগতি। আর্থিক অবস্থা গতানুগতিক। ভবিষ্যৎ ভাবনা বৃদ্ধি পাবে। সামান্য বুদ্ধি প্রয়োগ করলেই শুভ ফলের আশা। বিনোদন ও রোমান্স শুভ।
বৃশ্চিক (24 Oct - 22 Nov)
কোনো কারণে মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। কাজে মন বসবে না। পাওনাদার ঝামেলা করতে পারে। ভুল সিদ্ধান্ত নেবেন না। সুযোগ আবার আসবে। অবস্থার পরিবর্তন হবে।
Post a Comment