প্রজাতন্ত্র দিবসের দিনই অযোধ্যা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপিত হবে
Odd বাংলা ডেস্ক: গত বছর অযোধ্যা মামলার রায় জানিয়েছেন সুপ্রিম কোর্ট। তাতে অযোধ্যার ওই বিতর্কিত জায়গায় রামমন্দির নির্মাণের পাশাপাশি মসজিদ নির্মাণের জন্য অন্যত্র পাঁচ একর জমির বন্দোবস্ত করতে নির্দেশ দেওয়া হয়। এরপর গত অগাস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়ে গেলেও, মসজিদ নির্মাণ নিয়ে তেমন কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি।
তবে এবার ভাঙল সেই নীরবতা, সুপ্রিম কোর্টের রায় নিয়ে বিচার চলাকালীন অযোধ্যায় প্রস্তাবিত মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছে। এরই মধ্যে নকশাও তৈরি করা হয়েছে। আগামী ২৬ জানুয়ারি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। আর মসজিদের পাশাপাশি প্রস্তাবিত মাল্টিস্পেশ্যালিটি হাসপাতালের নকশাও তুলে ধরা হয়েছে, যার প্রথম ঝলকই নজর কেড়েছে সবার।
অযোধ্যায় মসজিদ তৈরির দায়িত্বে থাকা ইন্দো ইসলামিক কালচারার ফাউন্ডেশন মসজিদ চত্বরের ব্লু প্রিন্ট প্রকাশ করেছে শনিবার। তাতে দেখা যায়, ঐতিহ্য মেনে মসজিদের মাথায় বিশালাকার গম্বুজ থাকলেও, তাতে রয়েছে পাশ্চাত্য স্থাপত্যের ছোঁয়া। মসজিদের মূল ভবনটিও আধুনিক স্থাপত্যেরই নিদর্শন। মসজিদ চত্বরে থাকছে পার্কিংয়ের ব্যবস্থাও।
প্রস্তাবিত হাসপাতালটির যে নকশা তুলে ধরা হয়েছে, শহরের মসজিদ তার কাছে ফিকে। মসজিদ প্রকল্পের দায়িত্বে থাকা মুখ্য আর্কিটেক্ট এস এম আখতার বলেন, হাসপাতালে ৩০০টি বেডের ব্যবস্থা থাকবে। বিশেষজ্ঞ চিকিৎসকদের সেই হাসপাতালে এনে আনা হবে। মসজিদে একসঙ্গে মানুষ নামাজ পড়তে পারবেন। গোটা মসজিদটি সৌরশক্তি দ্বারা চালিত হবে। মসজিদের ভেতরের তাপমাত্রা বাড়ানো-কমানোর ব্যবস্থা থাকবে। এ ছাড়া মসজিদের জন্য বরাদ্দ পাঁচ একর জমিতে কমিউনিটি কিচেন এবং গ্রন্থাগার নির্মাণ করা হবে বলে জানান তিনি। দুস্থ মানুষদের সেখানে দুবেলা খাওয়ার ব্যবস্থাও থাকবে।
Post a Comment