ব্রিটেনে পাওয়া নতুন করোনার ভাইরাস কার্যত নিয়ন্ত্রণের বাইরে! বাড়ছে আশঙ্কা
Odd বাংলা ডেস্ক: ব্রিটেনে শনাক্ত হওয়া নতুন প্রজাতির করোনাভাইরাস কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সোমবার সেদেশের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ব্রিটেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে সম্প্রতি ছড়িয়ে পড়া নতুন প্রজাতির করোনাভাইরাসের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এই সময় নাগরিকদের সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। পাশাপাশি সরকারি বিধি-নিষেধগুলোও মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।
ম্যাট হ্যানকক বলেন, আগের চেয়ে নতুন ধরনের এই কোভিড-১৯ ভাইরাস দ্রুত ছড়াচ্ছে। পরিস্থিতি এখন মারাত্মক গুরুতর। তবে এই নতুন ভাইরাস বেশি প্রাণঘাতী নয়। তবে এই ভাইরাসটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তাই এখনই একে নিয়ন্ত্রণ করা জরুরি হয়ে পড়েছে। ভ্যাকসিন দেওয়া শুরু না করলে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়বে বলে জানিয়েছেন তিনি।
বিশ্বের প্রথম দেশ হিসেবে ব্রিটেন গত সপ্তাহ থেকেই করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু করেছে। এরপর নতুন প্রজাতির করোনাভাইরাসের খবর প্রকাশ্যে এসেছে। তবে টিকা দেওয়ার সঙ্গে নতুন প্রজাতির কোনও সম্পর্ক আছে কিনা, তা জানা যায়নি। এর আগে শনিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, নতুন বিধিনিষেধ জারি করা হয়েছে। নতুন ধরনের কোভিড প্রজাতিটি যে খুব বেশি প্রাণনাশী বা ভ্যাকসিনের সঙ্গে ভিন্নভাবে প্রতিক্রিয়া দেখাবে তার কোনও প্রমাণ পাওয়া যায়নি। তবে এটা আগের থেকে ৭০ শতাংশ বেশি সংক্রামক বলেও জানান তিনি।
Post a Comment