২০২১-এর প্রজাতন্ত্র দিবসের বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হল ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে


Odd বাংলা ডেস্ক: ২০২১-এর প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে এক বিরাট পদক্ষেপ নিল ভারত। জানা গিয়েছে, এই বিশেষ দিন উপলক্ষ্যে ভারতে আসছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। গত ২৭ নভেম্বর তাঁকে ফোন করে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 


অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রীও আগামী বছরে ব্রিটেনে অনুষ্ঠিন জি-৯ সামিটে আমন্ত্রণ জানিয়েছেন মোদীকে। প্রসঙ্গত, ১৯৯৩ সালে দেশের প্রজাতন্ত্র দিবসে উপস্থিত ছিলেন তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী জন মেজর।  তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ভারতে আসবেন কিনা সে নিয়ে কোনও উচ্চবাচ্য করা না হলেও শীঘ্রই ভারত সফরে  আগ্রহী জনসন। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.