আগামী সপ্তাহেই অক্সফোর্ডের করোনা টিকার অনুমোদন দিতে পারে ভারত
Odd বাংলা ডেস্ক: অবশেষে স্বস্তি। আগামী সপ্তাহেই অক্সফোর্ডের করোনা টিকার অনুমোদন দিতে পারে ভারত সরকার। সূত্রের খবর, জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য প্রায় পুরো প্রক্রিয়া সারা হয়ে গিয়েছে। ওই সূত্রের তরফে আরও দাবি করা হয়েছে, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিড টিকার ভারতে প্রস্তুতকারী সংস্থা সিরাম ইনস্টিটিউটের কাছে বাড়তি কিছু তথ্য চাওয়া হয়েছিল। সেই তথ্য জমা দেওয়ার পর তাতে সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও) প্রাথমিক ভাবে সন্তুষ্ট। আর সেই কারণেই এই টিকা নিয়ে আশা বাড়ছে দেশবাসীর। সে ক্ষেত্রে অক্সফোর্ডের এই টিকায় সবুজ সংকেত দিলে ভারতই হবে প্রথম দেশ। কারণ, ব্রিটেনের স্বাস্থ্য আধিকারিকরা এখনও টিকার কার্যকারিতা এবং পরীক্ষামূলক প্রয়োগের ফলাফল যাচাই করে চলেছেন।
ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একযওগে করোনা টিকা তৈরি করেছে ওষুধ প্রস্তুতাকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকা। সেই টিকা ভারতে তৈরি করছে ‘সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া’। ডিসেম্বরের গোড়ায় দেশে মোট তিনটি সংস্থা— সিরাম ইনস্টিটিউট, ফাইজার ও ভারত বায়োটেক তাদের জরুরি ভিত্তিতে টিকা মানবদেহে গণপ্রয়োগের আবেদন জানিয়েছিল। গত ৯ ডিসেম্বর সেই আবেদনগুলি খতিয়ে দেখে অনুোমোদকারী সংস্থা সিডিএসসিও।
এর পর তিনটি সংস্থার কাছ থেকেই পরীক্ষামূলক প্রয়োগের আরও বিস্তারিত তথ্য চেয়ে পাঠায় সিডিএসসিও। বাকি দু’টি সংস্থা অবশ্য এখনও অতিরিক্ত তথ্য জমা দেয়নি বলেই ওই দু’টি সুত্র জানিয়েছে।সিডিএসসিও-র ওই দু’টি সূত্র জানিয়েছে, শুধু সিরামের কর্মকর্তাদের সঙ্গে নয়, অক্সফোর্ড এবং অ্যাস্ট্রাজেনেকার ব্রিটেনের আধিকারিক ও বিশেষজ্ঞ-বিজ্ঞানীদের সঙ্গেও সরাসরি যোগাযোগ রেখেছেন কেন্দ্রের স্বাস্থ্য আধিকারিকরা। আগামী সপ্তাহেই অনুমোদন দেওয়া হতে পারে বলে গুরুত্বপূর্ণ ইঙ্গিত মিলেছে।
Post a Comment