ভারতে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা নেই, আশ্বস্ত করলেন বিশেষজ্ঞরা
Odd বাংলা ডেস্ক: ভারতে দৈনিক সংক্রমণের হার অনেকটাই কমেছ। কোভিড আক্রান্তের সংখ্যার পাশাপাশি মহামারিতে মৃত্যুর সংখ্যাও প্রতিদিন কমছে। আর এবার করোনা নিয়ে কিছুটা হলেও আশার খবর পাওয়া গেল। ভারতে সম্ভবত করোনার দ্বিতীয় টেউ আছড়ে পড়বে না। এমনটাই জানানো হয়েছে বিশেষজ্ঞদের তরফে।
এবিষয়ে, বিশিষ্ট ভাইরাসবিদ ডাক্তার শহিদ জামিল জানিয়েছেন, সেপ্টেম্বরের মাঝামাঝি সময় করোনার যে দাপট দেখা গিয়েছিল, তার তুলনায় ভারতে দৈনিক সংক্রমণের গ্রাফ ক্রমেই নিম্নগামী। তিনি আরও বলেন, ''এই মুহূর্তে আমরা দেখছি প্রতিদিন গড়ে ২৫,৫০০ জন আক্রান্ত হচ্ছেন। কিন্তু তখন সংখ্যাটা ছিল ৯৩ হাজার। আমার মনে হয় সবচেয়ে খারাপ যা দেখার দেখে নিয়েছি। কিন্তু ভবিষ্যতে একটা ছোট করোনার ঢেউ দেখতে পারি। যেমনটা গত নভেম্বরের শেষের দিকে দেখা গিয়েছে। আমার মনে হয় না করোনার দ্বিতীয় ঢেউ আমরা দেখতে পাব। উত্সবের মরসুম (দসেরা থেকে দিওয়ালি) ও একটা রাজ্য নির্বাচন কাটিয়ে দিলাম। কিন্তু উল্লেখযোগ্য ভাবে করোনার কোনও লাফ দেখিনি'।'
ডাক্তার জামিল আরও বলেন, ''দ্বিতীয় জাতীয় সেরোসার্ভের দেখলে বোঝা যাবে, সেই সময় নিশ্চিতভাবে আক্রমণের সংখ্যা ১৬ গুন ছিল। সেটা না কমলে ভারতে আজ আক্রান্তের সংখ্যা ১৬০ মিলিয়ন হয়ে যেত। এটাও খেয়াল করে দেখা গিয়েছে যে, জনসংখ্যার একটা বড় অংশ সুরক্ষিত হয়ে গিয়েছে এবং করোনা সংক্রমণকে ভেঙে দিয়েছে'।'
Post a Comment