শ্মশানে পড়ে ৩টি মরদেহ, যুবক দেখেই...!
Odd বাংলা ডেস্ক: ব্রিটিশ যুবক কাসিম খুররাম। বয়স ২৩ বছর। উপার্জনের জন্য প্রায়ই চুরি করে সে। একদিন সে চুরি করতে ঢুকে পরে বার্মিংহামের একটি শ্মশানে। সেখানে সে দেখতে পায় একের পর এক মৃতদেহ পড়ে রয়েছে। পরিকল্পনা ছিল চুরি করার। কিন্তু তার পরিবর্তে পরপর তিনটি মৃতদেহের সঙ্গে ঘনিষ্ঠতায় জড়ায় সে।
কাসিম খুররামের বিকৃত যৌনতার কথা প্রকাশ পেতে বেশি সময় লাগেনি। খবর পৌঁছায় বার্মিংহামে প্রশাসনের কাছেও। গ্রেফতার করা হয় তাকে। আদালতের প্রশ্নের মুখে আর অভিযোগ অস্বীকার করতে পারেনি সে। পরিবর্তে নিজের কৃতকর্মের কথা স্বীকার করে নেয় কাসিম।
কাসিম জানায়, শ্মশানে চুরির উদ্দেশ্যে গিয়েছিল। ড্রাগের নেশায় ডুবে ছিল সেই সময়। নেশার ঘোরে শ্মশানে থাকা তিন মৃতদেহের সঙ্গে শারীরিক সম্পর্কে মেতে ওঠে সে। উল্লেখ্য, অপরাধের ভিত্তিতে কাসিমকে ৬ বছরের কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক।
Post a Comment