নাগরিকদের বিনামূল্যে দেওয়া হবে করোনার টিকা, এই মর্মে আইন পাস করল এই দেশ
Odd বাংলা ডেস্ক: দেশের নাগরিকদের করোনার টিকা প্রদানের বিষয়ে একটি আইন পাস করেছে জাপান। এ আইন অনুসারে বিনামূল্যে করোনার টিকা পাবেন দেশের জনগণ। বুধবার জাপানের পার্লামেন্টে এই আইনটি অনুমোদিত হয়। আশা করা হচ্ছে টিকা আসার সঙ্গে সঙ্গেই দেশটির ১২৬ মিলিয়ন নাগরিক এই সুবিধা পাবে।
জাপান ইতিমধ্যে আমেরিকার ফার্মাসিউটিকল কম্পানি পিফজার ইন, আমেরিকান ফার্ম মর্ডার্না ইন এবং ব্রিটেনের অ্যাস্ট্রজেনিকার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। চুক্তি অনুসারে এসব কোম্পানির টিকাগুলি পুরোপুরি কার্যকর প্রমাণিত হওয়ার সঙ্গে সঙ্গে তা জাপানকে সরবরাহ করবে। এজন্য বাজেট ধরা হয়েছে ৬.৪ বিলিয়ন ডলার। জাপানে বসবাসকারী বিদেশি নাগরীকরা এ সুবিধা পাবে কিনা তা এ আইনে স্পষ্ট করা হয়নি। কিন্তু স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বিদেশিরাও এর আওতায় রয়েছে।
জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি কাটসুনবু কাটো এক সংবাদ সম্মেলনে বলেন, 'আমরা স্থানীয় প্রসাশন ও স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে একটি পদ্ধতি আবিষ্কার করেছি। এর মাধ্যমে সুষ্ঠুভাবে টিকা বণ্টন সম্ভব হবে।'
Post a Comment