সর্বসম্মুখে করোনার ভ্যাকসিন নিলেন সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাসের টিকা নিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। সে দেশের স্থানীয় সময় সোমবার (২১ ডিসেম্বর) ডেলাওয়্যার খ্রিস্টিয়ানা কেয়ার হাসপাতালে তিনি করোনার টিকা গ্রহণ করেন। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুসারে, য়, মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন। টিকার নেওয়ার পর তিনি মার্কিনিদের টিকা নিতে আহ্বান জানিয়েছেন। এর আগে বাইডেনের স্ত্রীও করোনার টিকার প্রথম ডোজ নিয়েছেন।
জো বাইডেন বলেছেন, 'আমি এটি করছি (টিকা নেওয়া) মানুষকে বোঝানোর যে, উদ্বেগের কিছু নেই। ভ্যাকসিন যখন সহজলভ্য হয়ে যাবে তখন টিকা নেওয়ার জন্য মানুষকে প্রস্তুত করা উচিত।' পাশাপাশি সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে নিজের টিকা নেওয়ার বিষয়টি জানিয়ে তিনি লিখেছেন, যেসব বিজ্ঞানী এবং গবেষকরা 'এটি সম্ভব করার (টিকা উদ্ভাবন) জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের ধন্যবাদ। আমরা আপনাদের কাছে ভীষণ ঋণী।'তিনি আরও লিখেছেন, 'যুক্তরাষ্ট্রের জনগণকে বলছি- ভয় পাওয়ার কিছু নেই। টিকা যখন সহজলভ্য হয়ে যাবে, আমি আপনাদের বলছি- টিকা নেবেন।'বাইডেনের এটা প্রথম টিকা; করোনাভাইরাসের দ্বিতীয় টিকা দুই সপ্তাহ পর নেবেন তিনি।
Post a Comment