ভাইরাল হওয়ার ২ মাসের মধ্যে দিল্লিতে ঝাঁ চকচকে দোকান খুললেন 'বাবা কা ধাবা'র মালিক


Odd বাংলা ডেস্ক: দীর্ঘ লকডাউনে দু’বেলা খেতে পেতেন না কান্তা ও তাঁর স্ত্রী বাদামী দেবী। ‘বাবা কা ধাবা’ নামে ছোট্ট একটি গুমটি দোকান ছিল তাঁদের। কেউ কিনত না তাঁদের খাবার। এরপর এক ইউটিউবারের হাত ধরে ভাইরাল হয়েছিল তাঁদের কাহিনি।  এখন দিল্লির মালব্য নগরের ধোপদুরস্ত এক রেস্তোরাঁর মালিক ৮০ বছরের কান্তা। তিনি এখন সকলকে অনুরোধ করছেন তাঁর নতুন রেস্তোরাঁয় আসতে এবং এখানকার ইন্ডিয়ান ও চাইনিজ ফুড চেখে দেখতে।

দক্ষিণ দিল্লির একটি জায়গায় এমনই ছোট্ট একটি গুমটি দোকান থেকে ঘরে তৈরি খাবার বিক্রি করতেন এক বৃদ্ধ ও বৃদ্ধা। ৩০ বছর ধরে ব্যবসা করেছেন তাঁরা। করোনা পরিস্থিতিতে দুই অসহায় মানুষের স্ট্রাগেলের কাহিনি রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। যার ফলে রাতারাতি কয়েক হাজার সাধারণ মানুষ এমনকি সেলিব্রিটি, ক্রিকেটার এবং বড় বড় কোম্পানিও তাঁদের পাশে দাঁড়ানোর ইচ্ছে প্রকাশ করেছিলেন।   

ফুড ব্লগার গৌরব ভাসানের শ্যুট করা ওই ভিডিওতে, ৮০ বছর বয়স্ক কান্তা প্রসাদ শেয়ার করেছেন যে তিনি এবং তাঁর স্ত্রী বাদামী দেবী রোজ সকাল সাড়ে ছটায় রান্না শুরু করেন এবং সাড়ে ন'টার মধ্যে দিনের খাবার তৈরি করে ফেলেন। বড় ডেচকিতে ভাত, ডাল, সোয়াবিনের তরকারী,রুটি, মটর পনির রয়েছএ, যার দাম প্লেট প্রতি ৩০ থেকে ৫০ টাকার মধ্যে।  কিন্তু যে ইউটিউবারের দৌলতে তাঁর এত নাম হল, সেই গৌরব ওয়াসনের বিরুদ্ধএ থানায় অভিযোগ দায়ের করলেন 'বাবা কা ধাবা'-র মালিক কান্তা প্রসাদ। 

আর সেইমতো, প্রতারণার অভিযোগে ইউটিউবার গৌরবের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল দিল্লি পুলিশ। তাঁর বিরুদ্ধে 'বাবা কা ধাবা'-র জন্য অনুদান সংগ্রহ করার নামে কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগ করা হয়েছিল। আর এবার নিজেই একটি আস্ত দোকানের মালিক হলেন কান্তা এবং বাদামী দেবী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.