করোনা মহামারির সময় সঞ্চয় করাটা খুবই প্রয়োজনীয়, কীভাবে করবেন রইল টিপস


Odd বাংলা ডেস্ক:
করোনা অতিমারি আর লকডাউনের পর সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। এর ফলে কম-বেশি সব মানুষের হাতে টাকা-পয়সা ও কমে গিয়েছে। ফলে সঞ্চয় করা তো দূরের কথা কীভাবে খরচ সামলাবেন সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তবে কিছু উপায় আছে, যা থেকে সঞ্চয় করতে পারবেন।

কীভাবে কমাবেন খরচ:

১. লকডাউনের মধ্যে মানুষ শাক সবজিতে বেশি অভ্যস্ত হয়ে পড়েছেন। এই অভ্যেসটা কিন্তু ছাড়বেন না। এতে শরীর ভালো থাকার পাশাপাশি খরচও অনেকটাই কম হবে। এতে কিন্তু পরোক্ষভাবে আপনি সঞ্চয়ও করতে পারবেন।

২. ঠিক যতটুকু প্রয়োজন‌ ততটুকুই খরচ করুন। এখন সমস্যা নেই বলে শৌখিন জিনিস কিনে অপচয় করা থেকে বিরত থাকুন। কারণ যেকোনও টাকাপয়সার প্রয়োজন হতে পারে।

৩. এখন সবার হাতেই টাকা-পয়সার টানাটানি রয়েছে। তাই প্রয়োজন ছাড়া অনলাইনে অত্যধিক কেনাকাটা কিছু করবেন না।

৪. অনেকেই ঘন ঘন পার্লারে গিয়ে রূপচর্চা করতে পছন্দ করেন। প্রয়োজনে অবশ্যই করুন, কিন্তু ভবিষ্যতে কথা ভেবে এখন যতটা সম্ভব পার্লারে যাওয়া এড়িয়ে চলুন। এতে করোনা সংক্রমনের ভয় যেমন কমবে তেমনই টাকাও বাঁচবে।

৫. বাইরে খাওয়াটা পুরোপরিভাবে এড়িয়ে চলুন। বাড়ি থেকে খাবার নিয়ে যান অফিসে। তাতেও দেখবেন খরচ অনেকটাই কমে যাবে।

৬. বিদ্যুতের বিল যতটা সম্ভব বাঁচান। ঘরে না থাকলে আলো বা ফ্যান বন্ধ রাখার চেষ্টা করুন। এটা কেবল এখন নয়, সারা বছরই এই অভ্যেস রাখার চেষ্টা করুন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.